এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেতার গায়ে হাত তুলেছে বিডিও! শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে সরগরম রাজ্য!

বিজেপি নেতার গায়ে হাত তুলেছে বিডিও! শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে সরগরম রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনের গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে রাজ্য শাসক দল। বিজেপির তোলা এই অভিযোগ নতুন কিছু নয়। তবে কোন প্রশাসনিক কথা বিরোধী দলের রাজনৈতিক নেতার গায়ে হাত তুলবেন এটা সত্যি মেনে নেওয়া যায় না। কিন্তু এবার প্রশাসনিক কর্তার পক্ষ থেকে বিজেপির এজেন্টকে চড় মারা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে তার অভিযোগের মূলে ছিলেন কালচিনি ব্লকের বিডিও।

প্রসঙ্গত, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই প্রশাসনিক কর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “কালচিনি ব্লকের বিডিও বিজেপি প্রার্থীর এজেন্টকে চড় মেরেছেন। এভাবেই কখনও পুলিশ, কখনও প্রশাসনিক কর্তা, আবার কখনও বা লাল চুল কানে দুল তৃণমূলের নেতারা বিজেপি নেতাদের মারধর করছেন।” আর পঞ্চায়েতের পুনঃনির্বাচন চলার সময় সাংবাদিক বৈঠকে প্রশাসনিক কর্তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। এতদিন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাদের মারধর এবং হামলা করার অভিযোগ উঠেছিল। কিন্তু এবার যেভাবে এক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে দলীয় নেতাকে চড় মারার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা, তা নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনের দলদাস প্রক্রিয়াকরণকে সামনে এনে দিল বলেই মনে করছেন একাংশ।

একাংশের প্রশ্ন, শুভেন্দু অধিকারী এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে একটাই কথা যে, আর কত নিচে নামবে রাজ্যের প্রশাসন! প্রশাসনিক কর্তারা যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছেন। কিন্তু শুধুমাত্র তৃণমূলের কথা শুনে যেভাবে এবার প্রশাসনিক কর্তারা বিজেপি নেতাদের গায়ে হাত তুলতে শুরু করেছেন, তা কি সত্যিই গণতন্ত্রে কাম্য! এতে তো সেই প্রশাসনিক কর্তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে! কারণ তৃণমূল তো সারা জীবন ক্ষমতায় থাকবে না! একদিন না একদিন ক্ষমতার পরিবর্তন হবেই। আর তখন এই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, যারা এখন বিজেপি নেতাদের গায়ে হাত তুলেছেন, তাদের পরিণতি কি হবে! তাই এই ধরনের কাজ করার আগে জেলার প্রশাসনিক কর্তাদের একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত বলেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!