এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনকে কেন্দ্র করে ফের মৃত্যু রাজ্যে, প্রান গেল তৃণমূল কর্মীর!

নির্বাচনকে কেন্দ্র করে ফের মৃত্যু রাজ্যে, প্রান গেল তৃণমূল কর্মীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা এবং মৃত্যুলীলা যেন কিছুতেই থামছে না রাজ্যে। ইতিমধ্যেই 37 জন মানুষের মৃত্যু হয়েছে‌। আর এবার সেই সংখ্যা বেড়ে হল 38। নির্বাচনের দিন ব্যাপক হিংসা হয়েছে, অনেক জায়গায় বোমা, বন্দুকের দাপাদাপি লক্ষ্য করেছে রাজ্যবাসী। আর সেই বোমার আঘাতে আহত হয়েছিলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মী মইদুল শেখ। অবশেষে আজ জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের কমবেশি প্রত্যেকটি জেলাতেই হিংসার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নির্বাচনের দিন বোমার আঘাতে আহত হয়েছিলেন তৃণমূল কর্মী মইদুল শেখ। তবে আজ যখন পঞ্চায়েত নির্বাচনের পুনঃনির্বাচন চলছে, ঠিক তখনই মৃত্যু হল সেই তৃণমূল কর্মীর। জানা গিয়েছে, এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে কংগ্রেসের দিকে। যদিও বা সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তবে একটি সামান্য পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে মৃত্যুর সংখ্যা ক্রমাগত শুরু করেছে, তাতে রীতিমত হতাশ রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাংশের প্রশ্ন, এইভাবে আর কতদিন চলবে! একটি নির্বাচনকে কেন্দ্র করে আর কত মানুষের লাশ গুনতে হবে রাজ্যবাসীকে! এবার যেভাবে মুর্শিদাবাদের এক তৃণমূল কর্মী খুন হলো, তারপরেও কি ঘুম ভাঙবে রাজ্যের নির্বাচন কমিশনার থেকে শুরু করে রাজ্য সরকারের! নাকি এভাবেই সন্ত্রাস চলবে পশ্চিমবঙ্গের প্রতিটি নির্বাচনে! ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যবাসীর মনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!