এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুনঃনির্বাচনে উত্তপ্ত গঙ্গারামপুর, বাধা পেয়ে রাস্তায় বসে প্রতিবাদ সুকান্তর!

পুনঃনির্বাচনে উত্তপ্ত গঙ্গারামপুর, বাধা পেয়ে রাস্তায় বসে প্রতিবাদ সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির কারণে আজ রাজ্যের ছয়শোর বেশি বুথে অনুষ্ঠিত হচ্ছে পুনঃনির্বাচন। তবে সেই পুনঃনির্বাচনকে কেন্দ্র করেও অশান্তির রেশ তৈরি হয়েছে রাজ্যজুড়ে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গেলে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আর তারপরেই প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায়।

প্রসঙ্গত, এদিন অশান্তির খবর পেয়েই গঙ্গারামপুরে রাঘবপুরে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আর সেখানেই তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে একাংশ সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তারপরেই অশান্তির অভিযোগে বাধা পেয়ে রীতিমতো রাস্তায় প্রতিবাদ জানাতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

বলা বাহুল্য,পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই রাঘবপুরে ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যেখানে বিজেপি দাবি করেছিল, ভোটে ছাপ্পা হয়েছে। তাই ব্যালট বক্স পুকুরে ফেলা হয়েছে। আর সেই কারণেই সেই এলাকায় পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু এবার সেই পুনর্নির্বাচনেও ব্যাপক অশান্তির চিত্র সামনে চলে এলো। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!