এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনী সন্ত্রাস নিয়ে মুখ খুললেন সৌগত, মাথায় হাত পড়লো মমতার!

নির্বাচনী সন্ত্রাস নিয়ে মুখ খুললেন সৌগত, মাথায় হাত পড়লো মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবারও ব্যাপক হিংসার সাক্ষী থাকলো রাজ্য। প্রচুর মানুষের মৃত্যু আইনশৃঙ্খলা ব্যবস্থার দিকে প্রশ্ন তুলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল বড় বড় দাবি করলেও, নিজের দলেরই অস্বস্তি বাড়িয়ে দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। জানিয়ে দিলেন, হিংসা এবং এত মানুষের মৃত্যু না হলে ভালো হত। স্বভাবতই তৃণমূলের অনেকে বড় বড় কথা বললেও সৌগত রায়ের মতো ব্যক্তিরা সত্য স্বীকার করে নিয়েছেন বলেই দাবি বিরোধীদের।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েতে ব্যাপক হিংসা এবং সন্ত্রাস নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে একটি প্রশ্ন করা হয়। আর যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল নেতা। তিনি বলেন, “এত হিংসা, এত মৃত্যু না হলে ভালো হত। কিন্তু কখনও কখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের।” বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে নিজের দল এবং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর অস্বস্তি চরমভাবে বাড়িয়ে দিলেন সৌগত রায়। পাশাপাশি বিরোধীরা এতদিন যে সন্ত্রাসের অভিযোগ করেছে তাতেও সীলমোহর দিয়ে ফেললেন এই তৃণমূল সাংসদ বলেই মনে করছেন একাংশ।

অনেকে বলছেন, নির্বাচনের পর থেকেই বিরোধীরা অভিযোগ করেছে, এই নির্বাচন শান্তিপূর্ণ নয়। শুধু তাই নয়, নির্বাচনকে কেন্দ্র করে যে অবাধে ছাপ্পা, হিংসা এবং একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, তারপরেও রাজ্যের শাসক দল দাবি করেছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে তৃণমূলের মধ্যে সবাই খারাপ নয়। কিছু কিছু মানুষ যে হিংসার ঘটনাকে অকপটে স্বীকার করে নিচ্ছেন, তার মধ্যে অন্যতম বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাই প্রকাশ্যে তিনি নির্বাচনকে কেন্দ্র করে হিংসা নিয়ে এই ধরনের কথা বলার কারণে দলের কোপের মুখে পড়তে পারেন বলেও মনে করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!