এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা তো নস্যি! মুরগির মাংস যে বিপদ ডেকে আনছে তাতে শেষ হয়ে যাবে অর্ধেক বিশ্ব?

করোনা তো নস্যি! মুরগির মাংস যে বিপদ ডেকে আনছে তাতে শেষ হয়ে যাবে অর্ধেক বিশ্ব?


করোনা নিয়ে গোটা বিশ্বজুড়ে আতঙ্কের মাঝেই ফের নয়া তথ্য সামনে এলো, আর এই তথ্য অনুযায়ী আতঙ্কের নয়া নাম হলো চিকেন।হুম ঠিকই পড়ছেন। জানা যাচ্ছে আমেরিকার এক বিখ্যাত বৈজ্ঞানিক মাইকেল গ্রেগার এমনটাই দাবি করেছেন।

বৈজ্ঞানিক মাইকেল গ্রেগার গোটা বিশ্ববাসীর উদেশ্যে এদিন বলেন, চিকেন ফার্ম থেকে এমন এক ভাইরাস ছড়াবে, যেটা করোনার থেকেও বেশি বড় মহামারী সৃষ্টি করবে।যে কারণে তিনি শুধুমাত্র নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এনিয়ে তাঁর লেখা বই ‘How To Survive A Pandemic” এ বিস্তারিত জানিয়েছেন।সেখানে বলা হয়েছে – চিকেনের ফার্ম থেকে আগামী দিনে বিপদ বাড়বে। সাথেই দাবি করা হয়েছে চিকেন ফার্ম থেকে উৎপন্ন হওয়া ভাইরাস এতটাই বিপদ জনক হবে যে, অর্ধেক বিশ্ব ওই ভাইরাসের প্রকোপে পড়বে।মাইকেল গ্রেগার জানাচ্ছে যে, মানুষের সাথে প্রাণীর সম্পর্কই মানুষের জীবনে বড় বিপদ ডাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও তাঁর ভবিষ্যৎবাণী যে সত্যি হবে এমন কোনো প্রমান কোথাও উল্লেখ করা হয়নি। তাছাড়া অন্য কোথাও এই নিয়ে কিছু লেখা হয়নি। ফলে মাইকেল গ্রেগারের এই দাবি যে কতটা সত্যি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো করোনা ভাইরাস। যার উৎস নিয়ে এখনো কোনো প্রমান মেলেনি।বিশ্বেও তাবড় তাবড় দেশ চীনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুধু তাই নয় তাদের অভিযোগ চীনের উহানের ল্যাব থেকেই এই করোনা ভাইরা ছড়িয়েছে। আর কোথাও দাবি করা হচ্ছে যে, চিনের উহানের বাজার থেকে কোন বাদুড় অথবা অন্য কোন প্রাণীর থেকে এই মরণ ভাইরাস ছড়িয়েছে।

আর এই কারণেই বিশ্বে নানা প্রাণিজাত খাবার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ,এর মধ্যেই বৈজ্ঞানিক মাইকেল গ্রেগারের এই দাবি যে নতুন করে আতঙ্ক ছড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। যদি ও এই নিয়ে কোনো প্রমান তিনি দেখাননি , কিংবা দেখতে পারেননি। কিন্তু তবুও ক্ষনিককালের জন্য মানব মনে আতঙ্ক জায়গা করে নেবে বলেই মনে করছেন অভিজ্ঞমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!