এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের ভবিষ্যৎ আরো জটিল করে এবার আদালতের দ্বারস্থ ১১ টি ট্রেড ইউনিয়ন

পঞ্চায়েতের ভবিষ্যৎ আরো জটিল করে এবার আদালতের দ্বারস্থ ১১ টি ট্রেড ইউনিয়ন


রাজ্য নির্বাচন কমিশন নির্ধারিত পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা যত এগিয়ে আসছে বিরোধী দলগুলির মামলা দায়ের করার প্রবণতা তত বৃদ্ধি পাচ্ছে। এতদিন অবধি মামলা দায়ের করার তালিকায় শীর্ষে ছিলো বিজেপি , পরে তাদের বামফ্রন্ট শিবির সমর্থন জানায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবারে প্রথম দফার নির্বাচনের ধার্য দিন ১লা মে পরিবর্তিত করার দাবিতে রাজ্যের ১১টি ট্রেড ইউনিয়ন মামলা দায়ের করলো। ট্রেড ইউনিয়নগুলির দাবি অনুযাই ১লা মে আন্তর্জাতিক মে দিবস সেই কারণে ঐদিনের নির্ধারিত নির্বাচনের দিন পরিবর্তন করা জরুরী। উল্লেখ্য প্রথমে বিজেপির পক্ষ থেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। পরে কংগ্রেস, সিপিএম, সিপিআইও এমনকি সরকারি কর্মচারী সংগঠনও ঐ তালিকাভুক্ত হয়। এদিন হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে পৃথক পৃথক মামলা চলছে। এই মামলার শুনানি শেষ হলে জানা যাবে কবে স্থির হলো নির্বাচনের তারিখ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!