এখন পড়ছেন
হোম > রাজ্য > টার্গেট 2019, মমতার মন্ত্রিসভায় রদবদল, জেনে নিন বিস্তারিত

টার্গেট 2019, মমতার মন্ত্রিসভায় রদবদল, জেনে নিন বিস্তারিত


আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার রাজ্য মন্ত্রিসভার রদবদলে করতেও উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের কোনো দপ্তরের কাজে যাতে সাধারন মানুষ আর কোনোরূপ অভিযোগ তুলতে না পারে সেজন্য এখন কাজের গতি বাড়াতে ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সুর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, বুধবার এই মন্ত্রিসভায় রদবদলের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা রয়েছে। আর এরপরই বৃহস্পতিবার সেই মন্ত্রিসভায় রদবদল হবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরই নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরই সেই বিষয়ে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। এদিকে 2016 সালে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায এসে রাজ্য মন্ত্রীসভায় 43 জন মন্ত্রী শপথ নেন। হিসেব মত মন্ত্রিসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী থাকতে পারেন। কিন্তু বর্তমানে সেই মন্ত্রিসভার কিছু মুখকেই রদবদল করতে উদ্যোগী হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

জানা গেছে, রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যদের হাতে একাধিক দপ্তর রয়েছে। ফলে দিনকে দিন তাদের কাজের চাপ বাড়ছে। তাই একার পক্ষে সেই সমস্ত কাজ করা সম্ভব নয় জেনেই এবার মন্ত্রিসভায় কিছু রদবদলের ইঙ্গিত দিচ্ছে সরকার। যা 2019 এর লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

জানা গেছে, দমকল মন্ত্রী থেকে শোভন চ্যাটার্জীর ইস্তফা দেওয়ার পর সেখানে দমকল ও আবাসনের দায়িত্ব পেয়েছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু সেই ফিরহাদ হাকিমকে কলকাতা পৌরসভার মেয়র করার পর তাঁর পক্ষে একা এত দপ্তর সামলানো সম্ভব নয় জেনেই আবাসন দপ্তর অরূপ বিশ্বাসের কাঁধে দেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আসার সম্ভাবনা রয়েছে জনপ্রিয় বিধায়ক সুজিত বসুর।

সূত্রের খবর, আবাসন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। এদিকে মন্ত্রী হিসেবে উঠে আসছে তৃনমূল বিধায়ক মহুয়া মৈত্র এবং সমীর চক্রবর্তীর নামও। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের যে কোন দপ্তরের কাজের ঢিলেমি নিয়ে যাতে বিরোধী থেকে সাধারণ মানুষেরা কোনরূপ অভিযোগের আঙুল রাজ্যের প্রশাসন এবং সরকারের দিকে তুলতে না পারে সেজন্য কিছু মুখকে সরিয়ে সেখানে নতুন মুখ আনতে চাইছেন মুখ্যমন্ত্রী।

তবে এই প্রথম নয়, এর আগেও পঞ্চায়েত ভোটে খারাপ ফলাফলের জন্য মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল জেমস কুজুর এবং চূড়ামণি মাহাতোকে। এমনকি শারীরিক অসুস্থতার জন্যও মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল অবনী জোয়ারদারকে। আর এবার ফের সেই রাজ্য মন্ত্রিসভায় ঠিক কাকে কাকে নতুন মুখ হিসেবে আনেন মুখ্যমন্ত্রী সেদিকেই নজর রয়েছে সকলের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ইতিমধ্যেই রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার প্রয়াত হায়দার আজিজ সফির জায়গায় ডঃ সুকুমার হাঁসদাকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নতুন এই মন্ত্রিসভায় রদবদলের ঠিক কারা কারা ঠাঁই পাবেন নতুন মুখ হিসেবে? এদিন এই প্রসঙ্গে রাজ্য মন্ত্রিসভার এক প্রবীণ মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী খুবই বিচক্ষণ। তাই কাকে কোন দপ্তর দেওয়া হলে তিনি সেটা ভালো চালাতে পারবেন তার সবটাই উনি জানেন।” সব মিলিয়ে রাজ্য মন্ত্রিসভার রদবদলের দিকেই এখন নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!