এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিতশাহর দাবিকে পাগলের সঙ্গে তুলনা করে ২০২১ এ তৃণমূল কত সাথে জিতবে বলে দিলেন অনুব্রত

অমিতশাহর দাবিকে পাগলের সঙ্গে তুলনা করে ২০২১ এ তৃণমূল কত সাথে জিতবে বলে দিলেন অনুব্রত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশের বিধানসভা ভোটে বাংলার আবহাওয়া বুঝতে বুধবার বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তিন দিনের এই সফরের দ্বিতীয় দিনে বাঁকুড়া থেকে তিনি তৃণমূল শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে বলেন মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে। বিজেপি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসবে বাংলায়। আর সেই কথার প্রতিবাদ করেই এদিন অমিত শাহের কথাকে পাগলের প্রলাপ বলতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি বিধানসভা ভোটে তৃণমূল ২২০ টি আসনের মধ্যে ২৩০ টি আসনেই জিতবে। এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বারংবার বঞ্চনার অভিযোগ নিয়ে বৃহস্পতিবারই বিকেলে বোলপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় তৃণমূলের প্রতিবাদ মিছিল বেরোতে দেখা যায়। এর মধ্যে বোলপুরের মিছিলে অংশগ্রহণ করেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আর সেই মিছিল থেকেই এদিন তাঁকে দেশের জিডিপি, বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, কৃষি আইন এবং গ্যাসের ভর্তুকির ক্ষেত্রে মূল্য কমিয়ে দেওয়ার বিরুদ্ধে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করতে দেখা গেছে। সেই সঙ্গে অমিত শাহের বাংলা সফরকে কেন্দ্র করে এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, অমিত শাহ বেড়াতে এসেছেন। দিল্লি থেকে উড়ে এসেছেন। পুজোর সময় অনেকজনই বেড়াতে যায়। উনিও তেমনই কালীঘাটে পুজো দিতে এসেছেন। দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছেন। মাকে ডাকতে এসেছেন, সফর করতে এসেছেন। কিন্তু সেইসঙ্গে বাংলা যে মমতা ব্যানার্জির ঘর সেই হুঁশিয়ারি দিতেও শোনা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন, বাংলা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের প্রসঙ্গে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন যে, তৃণমূল আদিবাসীদের সুযোগ সুবিধা দিচ্ছে না। কেন্দ্র সরকার যে সকল সুযোগ-সুবিধা পাঠাচ্ছে সেগুলি আটকে দেওয়া হচ্ছে। গতকাল সেই আদিবাসী প্রসঙ্গেই অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায়, অমিত শাহ বাজে কথা বলছেন।

সেই সঙ্গে তিনি বলেন, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে শুধু বীরভূম জেলা থেকে ৮০ থেকে ৯০ হাজার আদিবাসীর ভোট করতে না পারলে তিনি দল ছেড়ে দেবেন। সেইসঙ্গে তিনি এদিন অমিত শাহকে কটাক্ষ করে বলেন, “পাগলের মতো কথাবার্তা। উনি নিজে কিছু জানেন নাকি! কিছুই জানেন না। একুশের নির্বাচনে তৃণমূল ২২০ থেকে ২৩০ টি আসন পাবে।” তাঁর কথায় তিনি আগেও বলেছেন, আর এখনো বলছেন। গুজরাট থেকে এসে বাংলায় বিজেপি সরকার গড়বে সেটা হবে না।

তাঁর বক্তব্য, বাংলার মানুষ বোকা নয়, যে গুজরাটের মানুষকে মেনে নেবে। তাঁর কথায়, “বাংলার কোন হাত পা নাই? বাংলা চলতে জানেন না? বাংলার মানুষরা হাঁটতে পারেন না যে গুজরাট থেকে লোক আনতে হবে।” সুতরাং এবারেই তাহলে বাংলায় অমিত শাহের সফরের প্রাসঙ্গিকতা আক্ষরিক অর্থে যথোপযুক্ত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!