আলোচনায় একাধিক নাম – মালদা দক্ষিণে হেভিওয়েট প্রার্থী দিয়েই জয় নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য March 6, 2019 দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে ভোটে দাঁড়ানোর দাবী পেশ করতে চাইছেন অনেকেই। গত ২৮ জানুয়ারি উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মৌসম নূরের নাম ঘোষণা করে দেওয়ার পরই দক্ষিণ মালদহের প্রার্থী নিয়ে দলের অন্দরে জল্পনা শুরু হয়। এরপর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে লোকসভা ভোটে প্রার্থীদের নাম দিতে বলায় প্রার্থীপদের দাবীদার নিয়ে শোরগোল পড়ে যায়। যেহেতু এবার দক্ষিণ মালদা আসনে কংগ্রেস প্রার্থী হিসাবে আবু হাসেম খান চৌধুরী (ডালু)-র ভোটে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল,তাই তাঁর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখবে এমনই একজন হেভিওয়েট প্রার্থী দিতে চাইছে রাজ্য নেতৃত্ব। এই প্রেক্ষিতে মুর্শিদাবাদের বাসিন্দা তথা দক্ষিণ মালদহ কেন্দ্রের এক শিল্পপতি, বাংলা সিনেমা জগতের এক নায়িকার নাম নিয়ে দলের অন্দরে আলোচনা আছে। পাশাপাশি, প্রার্থী হতে ইচ্ছুকদের তালিকায় অতীতে লোকসভার প্রার্থী হওয়া তথা বর্তমান জেলার এক গুরুত্বপূর্ণ পদাধিকারী,একজন বিধায়ক,একজন প্রাক্তন বিধায়ক সহ একাধিক জন রয়েছে বলে জানা গিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ মালদার আসনটি জেলার তৃণমূলের জন্যে জেলার সবথেকে গুরুত্বপূর্ণ আসন বলেই চিহ্নিত ছিল। তারপর নির্বাচনে বিরোধীদের টেক্কা দিয়ে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রটি দখলে নিয়েছে তৃণমূল। তার উপর মৌসম নূরের মতো একজন হেভিওয়েট নেত্রী তৃণমূলে চলে আসায় উত্তর মালদা আসনটি দলের জন্যে মজবুত হয়ে গিয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এই পরিস্থিতিতে মালদহের পাঁচটি এবং মুর্শিদাবাদের দু’টি বিধানসভা নিয়ে গড়ে ওঠা ওই লোকসভার প্রার্থী হতে দলের মধ্যে আগ্রহীদের সংখ্যা বেশি হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। দলের মালদহ জেলা কমিটির কার্যকরী সভাপতি দুলাল সরকার (বাবলা) বলেন,’দক্ষিণ মালদহ আসনটি আমাদের সহজ জয়ের জন্যে ভালো আসনের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক দলে দাবি পেশ করার সুযোগ থাকলে অনেকেই তা করতে চাইবেন সেটিই স্বাভাবিক। নেত্রী সেই সুযোগ দিয়েছেন। যাঁরা ইচ্ছুক তাঁরা দলীয় কাঠামোর মধ্যে আবেদন করবেন। অন্য দিকে, দলের আগ্রহী নেতারা সকলেই জানিয়েছেন, শৃঙ্খলাবদ্ধ সংগঠনে ব্যক্তিগত মতামত নয়, দলের নির্দেশই শেষ কথা।’ দলীয় সূত্রের খবর, দক্ষিণ মালদা আসনে প্রার্থী হওয়ার পছন্দের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের এক শিল্পপতি। বিড়িশিল্পপী সঙ্গে জড়িত ওই শিল্পপতির দক্ষিণ মালদার রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব রয়েছে বলেই জানা গিয়েছে। এছাড়া প্রার্থীর তালিকায় নাম রয়েছে টালিগঞ্জের এক অভিনেত্রীরও। বিধানসভা এলাকায় এই নেত্রীকে একসময় প্রচার করতেও দেখা গিয়েছে। অন্যদিকে,অতীতে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা এক নেতাও এই আসনে প্রার্থীপদের দাবীদার রয়েছেন। এছাড়া দলের এক বিধায়ক,এক প্রাক্তন বিধায়ক সহ একাধিক জন ওই আসনে প্রার্থী হতে চাইছেন। এই প্রেক্ষিতে তৃণমূলনেত্রী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কাকে প্রার্থী নির্বাচন করেন তা নিয়েই এখন তুমুল চাপানউতোর শুরু হয়েছে জেলা তৃণমূল শিবিরে। আপনার মতামত জানান -