এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নন্দীগ্রামের বুথে দু’ঘণ্টা ছিলেন কেন? নির্বাচনী সভা থেকে জানিয়ে দিলেন মমতা!

নন্দীগ্রামের বুথে দু’ঘণ্টা ছিলেন কেন? নির্বাচনী সভা থেকে জানিয়ে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সকাল থেকেই নন্দীগ্রামের নির্বাচনের দিন সেভাবে তৃনমূল প্রার্থীকে বাইরে বের হতে দেখা যায়নি। বরং রেয়াপাড়ার বাড়ি থেকেই সমস্ত খোঁজখবর নিতে দেখা গিয়েছিল তাকে। উল্টোদিকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সকাল থেকেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করতে দেখা গিয়েছে। তবে সূর্য যখন মধ্যগগনে, তখন মাঝদুপুরে 70 থেকে 75 শতাংশ ভোট যখন পড়ে গিয়েছে, ঠিক তখনই বয়ালের 7 নম্বর বুথে গিয়ে উপস্থিত হন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

স্বাভাবিক ভাবেই সেই বুথে প্রায় দুই ঘণ্টার মত থাকতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। আর এর পরেই গোটা ঘটনা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়। অনেকেই বলতে শুরু করেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়ে যাওয়ার ভয় পেতে শুরু করেছেন? আর তাই শেষ মুহূর্তে মান বাঁচাতে ময়দানে নামতে হল তাকে? তৃণমূলের পক্ষ থেকে অবশ্য প্রথম থেকেই তৃনমূল নেত্রী এখানে জয়লাভ করবেন বলে দাবি করা হচ্ছে। আর এবার নন্দীগ্রামের বুথে কেন তিনি গিয়েছিলেন, উত্তরবঙ্গের সভা থেকে সেই ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ উত্তরবঙ্গের সভা থেকে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে বহিরাগত নিয়ে আসার অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অসম থেকে বহিরাগত নিয়ে আসবে। নন্দীগ্রামে একই জিনিস করেছে। আর সেই কারণেই বুথে বসেছিলাম। দেখলাম সবাই বহিরাগত।” অর্থাৎ যে বুথে তিনি গিয়েছিলেন, সেখানে সবাই বহিরাগত বলে গতকাল অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর উত্তরবঙ্গের সভা থেকে সেই একই বক্তব্যে অনড় থেকে আজ আবারও বিজেপির বিরুদ্দে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‌অর্থাৎ নানা মহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবার ভয়ে শেষ মুহূর্তে ময়দানে নেমেছেন বলে যে দাবি করা হচ্ছিল, নিজের বক্তব্যের মধ্য দিয়ে সেই দাবি সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, এই প্রথম নয়। ভোট শুরু হওয়ার পর থেকেই এই অভিযোগ তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ময়দানে বারবার বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটে প্রভাবিত করার অভিযোগ তুলতে দেখা গেছে তাকে। আর আবারও গতকাল নন্দীগ্রামের নির্বাচনের কথা তুলে ধরে একদিকে বিজেপির বিরুদ্ধে বহিরাগত আনার অভিযোগ এবং অন্যদিকে কেন তিনি বুথে গিয়েছিলেন, সেই ব্যাখ্যা দিলেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!