এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অগ্নিমিত্রা পলকে শোকজ করা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, জেনে নিন, কি বললেন তিনি!

অগ্নিমিত্রা পলকে শোকজ করা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, জেনে নিন, কি বললেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সায়ন্তন বসুর পর এবার বিজেপির পক্ষ থেকে শোকজ করা হল দলের মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। মূলত তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মুখ খোলার জন্যই শোকজ করা হয়েছে এই নেত্রীকে। সূত্রের খবর, বুধবার বিজেপির পক্ষ থেকে একটি চিঠি দিয়ে একথা জানানো হয়। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবেই অগ্নিমিত্রা পালকে শোকজ করার পর এখন টালমাটাল গেরুয়া শিবির। তবে অবশেষে অগ্নিমিত্রা পালকে শোকজ করা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “কিছুদিন হল বিজেপিতে এসেছে। এখনও সব শিখে উঠতে পারেনি। সময় অনুযায়ী সব ঠিক হয়ে যাবে।” আর দিলীপ ঘোষের এই মন্তব্যে এখন তৈরি হয়েছে বিতর্ক। দলের মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। অথচ তিনি দলের গঠনতন্ত্র সম্পর্কে এখনও অবহিত নন। কেন এর জন্য কি তাহলে পরোক্ষে দায়ী নন দিলীপ ঘোষের মত দলের মাদার কমিটির নেতারা! এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি এখন চাইছে না আর কোন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হোক। আর তাই দলের কোনো নেতা বেফাঁস মন্তব্য করলেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। এক্ষেত্রে নিজেদের দলকে শৃঙ্খলা পরায়ন হিসেবে তুলে ধরে মানুষের আস্থা জোগাড় করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির। আর তার কারণেই এদিন জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মন্তব্য করার পরেই অগ্নিমিত্রা পালকে শোকজ করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, কিছুদিন আগেই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মন্তব্য করেছিলেন সায়ন্তন বসু। আর তারপর সেই তৃনমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে। স্বাভাবিকভাবেই জিতেন্দ্র তিওয়ারি যখন বিজেপির সাথে যোগাযোগ করছেন বলেই মনে করা হয়েছিল, তখন তাদের এই ধরনের মন্তব্য বিজেপিতে অনেকটাই বিড়ম্বনায় ফেলে দেয়।

আর তারপরেই এবার বিজেপির পক্ষ থেকে সায়ন্তন বসুর পাশাপাশি অগ্নিমিত্রা পালকে শোখজ করার পর দিলীপ ঘোষের পক্ষ থেকে কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছে। তাই সব কিছু শিখতে সময় লাগবে বলে জানিয়ে দিতে দেখা গেল। স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য যে এখন শোরগোল ফেলে দিয়েছে বিজেপির অন্দরে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!