এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্পীকারকে আক্রমণ করে বড়সড় বিপাকে এবার শুভেন্দু অধিকারী, বিতর্ক তুঙ্গে

স্পীকারকে আক্রমণ করে বড়সড় বিপাকে এবার শুভেন্দু অধিকারী, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক মঞ্চে তৃণমূল বিজেপির লড়াইয়ের পাশাপাশি প্রধান হয়ে দাঁড়িয়েছে এখন শুভেন্দু বনাম তৃণমূলের লড়াই। কার্যত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি ক্রমাগত আক্রমণ চালিয়ে গেছেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। আর এখন তিনি বিরোধী দলনেতা। খুব স্বাভাবিকভাবেই তার আক্রমণের ঝাঁঝও বেড়েছে। কিন্তু এবার বিধানসভার স্পিকারকে আক্রমণ করতে গিয়ে বিপাকে পড়লেন শুভেন্দু। প্রসঙ্গত বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে গত শুক্রবার থেকে। আর তারপর থেকেই বিধানসভার অধিবেশন ঘিরে একের পর এক বিতর্ক।

বিধানসভার অধিবেশনে আলোচনার জন্য এমন একটি বিষয় নিয়ে কথা বলার দাবি জানাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটি বিচারাধীন বলে পাল্টা মন্তব্য করা হয়, বলে দেওয়া হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাবেনা। আর তারপরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দলদাস বলে অভিহিত করেছেন শুভেন্দু। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার শুভেন্দুর ব্যাপারে পদক্ষেপ নিতে কালক্ষেপ করেনি। যথারীতি অধিকার ভঙ্গের অভিযোগ জমা দিয়েছে রাজ্য সরকার শুভেন্দুর বিরুদ্ধে। তৃণমূল পরিষদীয় দলের দাবি, স্পিকারের প্রতি যে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা তাতে যে শুধুমাত্র স্পিকারের অসম্মান হচ্ছে তাই নয়, বিরোধী দলনেতা সংসদীয় রীতি-নীতির অমর্যাদা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় মঙ্গলবার রাজ্যপালের ভাষণের ওপর বিতর্ক হলে একটি বিষয়ে শুভেন্দুর বক্তৃতায় আপত্তি জানিয়েছিলেন স্পিকার। সেখানে বিরোধী দলনেতাকে তিনি জানিয়ে দেন, যেহেতু শুভেন্দুর বক্তব্য আদালতে বিচারাধীন, তাই সে ব্যাপারে কোনো আলোচনা করা যাবেনা। কিন্তু এই নির্দেশটি কোনোভাবেই মেনে নিতে পারেননি শুভেন্দু অধিকারী। যথারীতি পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তীব্র অসন্তোষ জানিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘দলদাস স্পিকার’ বলে মন্তব্য করেছেন। আর তারপরেই উঠেপড়ে লাগে সরকারপক্ষ। ইতিমধ্যেই বিরোধী দলনেতার বক্তব্যের ভিডিও ক্লিপ চেয়ে পাঠিয়েছেন বিধানসভার স্পিকার।

অন্যদিকে বিষয়টি নিয়ে আলোচনার পর তৃণমূল পরিষদের তরফ থেকে বিধানসভার সচিবের কাছে একটি অভিযোগপত্র জমা করা হয়েছে। সূত্রের খবর, অধিবেশনের শেষ দিন স্পিকারের মর্যাদা ও অধিকার ভঙ্গের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে শাস্তিমুলক পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই চেষ্টাই চালাবে রাজ্য সরকার। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভার স্পিকারকে দলদাস বলে অভিহিত করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বড় বিপদে ফেলতে পারে। সেক্ষেত্রে সাংবিধানিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাসূত্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!