এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বামেদের ধর্মঘটের সমর্থনে মৌলালিতে রাস্তায় পুড়লো টায়ার, চললো অবরোধ

বামেদের ধর্মঘটের সমর্থনে মৌলালিতে রাস্তায় পুড়লো টায়ার, চললো অবরোধ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বামেদের নবান্ন অভিযানে পুলিশ লাঠিচার্জ সহ ব্যাপক দমন নীতির আশ্রয় নিয়েছিল। তার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘন্টার বনধ পালন করছে বাম শিবির। বামেদের ডাকা এই বনধকে সমর্থন করেছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর দল। রাজ্যের নানা স্থানে চলছে বামেদের বনধ। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন যে, জোর করে মানুষ বা রাস্তা আটকে দেয়া হবে না। আবার, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন যে, আজ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে পালিত হবে বনধ। তবে বেশ কিছু জায়গায় মারধর ও অশান্তির খবর পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মৌলালির মোড়ে পথ অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে বাম কর্মী সমর্থকদের। মৌলালি মোড়ে বাস আটকে দেন বাম কর্মী সমর্থকরা। তাঁরা কেন বাস আটকে দিচ্ছেন? সে বিষয়ে প্রশ্ন করলে তাঁরা স্পষ্ট জানান যে, আজ কেন বাস চালানো হবে? পুলিশ মেরে তাঁদের হাত-পা ভেঙে দিয়েছে। আজ মৌলালির মোড়ে বাস আটকে দেয়ার সঙ্গে সঙ্গে গোটা রাস্তায় টায়ার, খড় পোড়ানো হয়। বেশ কিছুটা সময় আটকে থাকে এই গুরুত্বপূর্ণ রাস্তা। তবে শেষপর্যন্ত পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজ আসানসোলে বেশকিছু পথচারী ও বাইক আরোহীকে মারধর করা হয়েছে। আটো থেকে জোর করে নামিয়ে দেয়া হয়েছে বেশকিছু যাত্রীদের। যা নিয়ে গন্ডগোল বাধে। আজ বামেদের একটি মিছিল যাদবপুর রেল স্টেশন অবরোধ করে। যেখানে নেতৃত্ব দিয়েছেন সুজন চক্রবর্তী। বামপন্থী নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন যে, গতকাল যেভাবে ছাত্র-যুবদের উপর আক্রমণ করা হয়েছে। তার জন্য আজকের এই প্রতিবাদটি জরুরি। তবে যারা অফিসে যাচ্ছেন, বা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের কাউকে আটকে দেয়া হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!