এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বচ্ছতার সঙ্গে কাজ করবার জন্যই পদত্যাগ করতে হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, বিস্ফোরক বিজেপি নেতা

স্বচ্ছতার সঙ্গে কাজ করবার জন্যই পদত্যাগ করতে হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, বিস্ফোরক বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ছেলের অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে অপসারণ করে দেয়া হলো উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুয়ারা খাতুনকে। দলের পক্ষ থেকে ছেলের অসুস্থতার কারণকে দায়ী করা হলেও এই বিষয় নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন পঞ্চায়েত প্রধান আঞ্জুয়ারা খাতুন। এমনকি গণমাধ্যমের সামনেও এ বিষয়ে তিনি কোনো বক্তব্য রাখেননি। গতকাল তিনি বিডিওর কাছে গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিরোধীদের দাবি, গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। পঞ্চায়েত প্রধান স্বচ্ছতার সঙ্গে কাজ করেছিলেন বলেই, তাঁকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দেগঙ্গা এক ব্লকের কলসুর গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ১৩ টি আসনই তৃণমূলের হস্তগত হয়। বিজেপি, সিপিএম একটি করে আসন লাভ করে। এরপর পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল তৃণমূল। কিন্তু বোর্ড গঠনের পর থেকেই বারবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে তৃণমূলে। এ কারণে গতকাল পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন আঞ্জুয়ারা খাতুন। এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছেলের অসুস্থতার কারণে তিনি ইস্তফা দিয়েছেন। এ প্রসঙ্গে দেগঙ্গা দুই ব্লক তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাস জানিয়েছেন যে,পঞ্চায়েত প্রধান আঞ্জুয়ারা খাতুনের ছেলে অসুস্থ থাকার কারণে পঞ্চায়েতের কার্যকলাপে অংশগ্রহণ করতে অসুবিধায় পড়ছিলেন পঞ্চায়েত প্রধান। ব্যক্তিগত সমস্যার কারণে প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন আঞ্জুয়ারা খাতুন।

তবে, তৃণমূল নেতার এই বক্তব্য মেনে নিতে পারেনি বিজেপি শিবির। এ প্রসঙ্গে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সদস্য তরুণকান্তি ঘোষ জানিয়েছেন যে, তৃণমূলের যে সব পঞ্চায়েত প্রধানকে অপসারণ করে দেয়া হচ্ছে, সে সমস্ত পঞ্চায়েত প্রধান স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দুর্নীতি করতে অসুবিধা হওয়ার কারণে দলের চাপের মুখে পড়ে পদত্যাগ করছেন প্রধানেরা। দলের পক্ষ থেকে ব্যক্তিগত সমস্যার অজুহাত দেখানো হচ্ছে। কেন গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা পদত্যাগ করছেন? তার সত্যতা সামনে আসা প্রয়োজন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!