এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা বিধিনিষেধের কারণে এবার রাজ্যপালের ভাষণ সম্প্রচারণে বাধা রাজ্য বিধানসভার, বিতর্ক জমে উঠেছে

করোনা বিধিনিষেধের কারণে এবার রাজ্যপালের ভাষণ সম্প্রচারণে বাধা রাজ্য বিধানসভার, বিতর্ক জমে উঠেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজ্য বাজেট এর খসড়া ঘিরে। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন, রাজ্য বাজেটের খসড়া নিয়ে তাঁর আপত্তির কথা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, রাজ্যপালের অপত্তি এক্ষেত্রে খাটবেনা। আগামী 2 রা জুলাই বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। প্রথমদিন রাজ্যপালের ভাষণ দিয়ে এই অধিবেশন শুরু হওয়ার কথা। সেহেতু রাজভবন থেকে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করার কথা বলা হয়। কিন্তু বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যপালের দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিডের কারণে এবারেও বাজেট বক্তৃতা সম্প্রচার করা সম্ভব নয়।

গত বছরও ঠিক একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রসঙ্গত বিধানসভার সচিবালয় সূত্রে জানানো হয়েছে, বিধানসভায় এবার সংবাদমাধ্যমের প্রবেশে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে করোনা সাবধানতায়। সেক্ষেত্রে রাজ্যপালের বাজেট ভাষণ সম্প্রচার করা সম্ভব হবেনা। তবে রাজ্যপালের ভাষণ সম্প্রচার না করার পেছনে তৃণমূলের রাজনৈতিক কৌশলকে এগিয়ে রাখছেন রাজনীতির কারবারিরা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, পরিষদীয় বিধি অনুযায়ী রাজ্যপাল সরকারের তৈরি করা খসড়া পড়তে বাধ্য। তবে চাইলে তিনি নিজের কোনো বক্তব্য জুড়ে দিতে পারেন এই খসড়ায়। অন্যদিকে এই বিতর্ক নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার রাজ্যপালের হয়ে ব্যাটন ধরেছে বিজেপি নেতা তথাগত রায়। প্রসঙ্গত, তথাগত রায় নিজেও মেঘালয়ের রাজ্যপাল হিসেবে বেশ কিছুদিন কাটিয়েছেন। এবং তাই তিনি পাল্টা জানিয়েছেন, সরকারের তৈরি করা বাজেট খসড়া পড়তেই হবে রাজ্যপালকে এমন কোনো বিধিনিষেধ নেই। তিনি নিজেও বহু সময় এই নিয়ম মানেননি বলে জানিয়েছেন। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে ক্রমাগত বেড়ে চলেছে রাজ্য প্রশাসনের সংঘাত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে হাওয়ালা কাণ্ডে জড়িত থাকার মতো বিস্ফোরক অভিযোগ করেছেন।

তাই নিয়েই দুপক্ষের চাপানউতোর তুঙ্গে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকরকে বদলে দেওয়ার আবেদন করা হয়েছে কেন্দ্রের সর্বস্তরে। ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই অবস্থায় রাজ্যের বাজেট ঘোষণা বিতর্ক এবং রাজ্যপালের ভাষণ সম্প্রসারিত না হওয়াকে অনেকেই একসূত্রে জুড়ে দিচ্ছেন। আপাতত রাজ্যপালের বাজেট ভাষণ সম্প্রচার না হওয়া নিয়ে নতুন বিতর্ক উত্থাপনের আশায় রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!