এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য সরকারের উদ্বেগ বাড়িয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দাখিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে

রাজ্য সরকারের উদ্বেগ বাড়িয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দাখিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। বিরোধী দল বিশেষত বিজেপির পক্ষ থেকে যার বিরুদ্ধে বারবার অভিযোগ করা হয়েছে। হাইকোর্টে যেমন ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে, তেমনি অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে, ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডির কাছে রিপোর্ট জমা দিল একটি সংগঠন। তবে, তৃণমূলের দাবি, বিজেপির নির্দেশেই একাজ করা হয়েছে।

রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে দিল্লির কল ফর জাস্টিস নামে একটি সংগঠন অভিযোগ করেছে। এই সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই রিপোর্ট জমা করেছে। এই কমিটিতে ছিলেন সিকিম হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রমোদ কোহলি, কেরালার প্রাক্তন মুখ্যসচিব আনন্দ বসু, ঝাড়খণ্ডের প্রাক্তন ডিজি নির্মল কৌর, আইসিএসআইয়ের প্রাক্তন প্রধান নিসার আহমেদ, কর্ণাটকের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব এম মদন গোপাল প্রমুখ বিশিষ্টজনেরা। রাজ্যের ভোট পরবর্তী হিংসা সম্পূর্ণ পরিকল্পিত হিংসা বলে অভিযোগ করা হয়েছে তাঁদের এই রিপোর্টে।

কল ফর জাস্টিসের এই রিপোর্টে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা সম্পন্ন পূর্বপরিকল্পিত। রিপোর্টে জানানো হয়েছে, ভোট-পরবর্তী হিংসার কারণে রাজ্যে ২৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সারা রাজ্য জুড়ে ভোট-পরবর্তী হিংসার মোট ১৫ হাজার ঘটনা ঘটেছে, ৭ হাজার মহিলা অত্যাচারিত হয়েছেন। অত্যাচারের কারণে বহু মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই রিপোর্টে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মোট ১৬ টি জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস ঘটেছে। রিপোর্টে জানানো হয়েছে, ভোট-পরবর্তী সন্ত্রাসের ঘটনায় বহু সমাজবিরোধী জড়িত রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া এই রিপোর্ট জানানো হয়েছে যে, বিধানসভা নির্বাচনের সময় পশ্চিম বঙ্গে ব্যাপক মাত্রায় অনুপ্রবেশ ঘটে ছিল। ভোটের পরে এই সমস্ত অনুপ্রবেশকারীরা দুষ্কৃতীদের সঙ্গে মিলিত হয়ে রাজ্যজুড়ে এই সন্ত্রাস চালিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে এই রিপোর্টে একাধিক অভিযোগ করার পর এ বিষয়ে খতিয়ে দেখার জন্য এনআইএ তদন্তের দাবি করেছে এই সংগঠন। মন্ত্রী জি কিষাণ রেড্ডি রিপোর্ট প্রাপ্তির কথা স্বীকার করেছেন। এই রিপোর্ট দেখার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

কল ফর জাস্টিসের এই রিপোর্ট রাজ্যের অস্বস্তি বহুগুনে বাড়িয়ে দিল বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। কারণ, রাজ্যের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে, রাজ্যে কোনো অশান্তির পরিবেশ নেই। সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আজ হাইকোর্টে রিপোর্ট জমা দেয়া হয়েছে। খামবন্দী অবস্থায় এই রিপোর্ট হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে জমা পড়েছে। আগামী ২ রা জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। সেদিন আরো বিস্তারিত রিপোর্ট দেয়া হবে বলে, জানানো হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। তবে এই রিপোর্ট এখনই গণমাধ্যমে না আনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!