এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার রাহুল ও কি এড়িয়ে যাচ্ছেন প্রনবকে, উঠছে প্রশ্ন

এবার রাহুল ও কি এড়িয়ে যাচ্ছেন প্রনবকে, উঠছে প্রশ্ন

বর্তমানে তাঁর হাতেই রয়েছে কংগ্রসের ব্যাটন। কদিন আগেই সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, সভাপতি হিহেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার ইফতার পার্টি করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী। আগামী 13 জুন দিল্লীর তাজ প্যালেসে অনুষ্টিত এই ইফতার পার্টিতে উপস্থিত থাকবেন কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতা নেত্রীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু সবাই থাকলেও বেশ কয়েকটি নাম আমন্ত্রিতদের তালিকায় না থাকায় জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে, এই আমন্ত্রিতদের তালিকায় নাম নেই প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়ের। কংগ্রেসের একাংশ মনে করছেন, সম্প্রতি দলের অনুমতি না থাকা সত্তেও একজন কংগ্রেসম্যান হয়েও যেভাবে প্রনব মুখোপাধ্যায় নাগপুরে আরএসএসের সভায় বক্তব্য রেখেছেন তা সত্যিই দলের পরিপন্থী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলের তরফে অনুষ্টিত এই ইফতার পার্টিতে ডাক না পাওয়া প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায় কে আদতে নিজের ভুলের মাশুল ই চোকাতে হল। সূত্রের খবর, শুধু প্রনব মুখোপাধ্যায়ই নন, কংগ্রেসের এই এইফতার পার্টিতে ডাক পাননি প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তবে তাঁদের আমন্ত্রন পত্রে নাম না থাকা নিয়ে কোনো বিবৃতি দেয়নি কংগ্রেস। সব মিলিয়ে কংগ্রেসের ইফতার পার্টিতে আমন্ত্রিতদের তালিকাতে থাকা না থাকা নিয়ে প্রচুর জলঘোলা তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!