এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও নিশ্চুপ রাজীব, জল্পনা তুঙ্গে ফের দলবদলের

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও নিশ্চুপ রাজীব, জল্পনা তুঙ্গে ফের দলবদলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে একেবারে নিশ্চুপ রইলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী আধুনা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মনীষীর জন্মদিনে ও বিভিন্ন ঘটনা নিয়ে ফেসবুক পোস্ট করে থাকেন তিনি। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তিনি একেবারেই নীরব। তাঁর এই পদক্ষেপ তুলে দিয়েছে নানা প্রশ্ন। অনেকেই প্রশ্ন করছেন, তবে কি তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন? তাঁর এই পদক্ষেপকে শাসক দলের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়নি। আর এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেসময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট তোপ দাগতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে তেমন দেখা যাচ্ছে না তাঁকে। দলের কর্মসূচিতে তাঁর যেমন অনুপস্থিতি, তেমনি দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেও দেখা গেছে তাঁকে। বাংলার বিভিন্ন মনীষীদের ফেসবুকে থেকে শ্রদ্ধা জানান তিনি, বিভিন্ন ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। কিন্তু গতকাল দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে তিনি নীরব থাকলেন। এদিকে ভোট পরবর্তী হিংসায় দলের বিপদের দিনেও দলের পাশে থাকেন নি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে কোন ফেসবুক পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। এ বিষয় নিয়ে তিনি নীরব রয়েছেন। সাংবাদিকরা তাঁকে ফোন করলেও তিনি নিরুত্তর। তবে, তাঁর এই পদক্ষেপকে ভালো চোখে নেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়েছিল। এ প্রসঙ্গে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ জানালেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো সুবিধাবাদী মানুষ খুব কমই আছেন। তিনি কখন কি করবেন? সেটা কেউ জানেনা।

তাঁর এই পদক্ষেপ দলকে যথেষ্ট ক্ষুব্ধ করেছে। যা দলের রাজ্য নেতৃত্বরও চোখ এড়ায়নি। এ প্রসঙ্গে বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করে থাকেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। রাজীব বন্দ্যোপাধ্যায় নীল ষষ্ঠী থেকে শুরু করে চড়ক পূজা পর্যন্ত সমস্ত কিছুতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। অথচ, এরকম একটা দিনে তাঁর নীরব থাকা, যা প্রমাণ করে দিচ্ছে রাজনীতিতে তিনি অপরিপক্ক রয়েছেন। কারণ, তিনি যে দলে এখন যাবার চেষ্টা করছেন, সেই দলের সরকারের পক্ষ থেকেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করা হয়েছে। যে জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানাতে চাইছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!