এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে সরব মমতা ব্যানার্জ্জী, স্পিকারের হাতে তুলে দিলেন প্রামাণ্য নথি

এবার ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে সরব মমতা ব্যানার্জ্জী, স্পিকারের হাতে তুলে দিলেন প্রামাণ্য নথি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা নিয়ে যখন ব্যাপক চাপানউতোর চলছে, ঠিক সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন বিস্ফোরক দাবি। বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখর হয়েছে গেরুয়া শিবির। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকরও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি। অন্যদিকে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এর কাছেও ভর্ৎসনা শুনতে হয়েছে সরকারকে। একই সাথে মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও যে রিপোর্ট তুলে দেওয়া হয়েছে হাইকোর্টের হাতে, সেখানেও রাজ্য সরকারের পক্ষে খুব একটা কিছু নেই বলে জানা গিয়েছে।

কিন্তু এবার আর চুপ থাকতে রাজি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাই বিধানসভাকেই বেছে নিলেন তিনি নিজের বক্তব্য রাখার জন্য। একইসাথে মুখ্যমন্ত্রীর কথায় এবার উঠে এসেছে ব্রাজিল, উড়িষ্যা, বাংলাদেশের কথা। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায় ব্রাজিল, উড়িষ্যা এবং বাংলাদেশের হিংসামূলক ঘটনার ফেক ভিডিও ছড়িয়ে অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, বাংলায় মানুষ পিটিয়ে মারা হচ্ছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। একইসাথে তিনি ফেক ভিডিওর কথা বলতে গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, তাঁর হাতে সমস্ত প্রামাণ্য নথি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি চাইলে তিনি সেইসব প্রামাণ্য নথি জমা দিতে পারেন স্পিকারকে। স্পিকারের হ্যাঁ সূচক ইঙ্গিত পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রামাণ্য সমস্ত নথি তুলে দেন স্পীকারের হাতে। এদিন ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচন কমিশনের ক্ষমতা থাকাকালীন বেশ কয়েকটি হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে ঠিকই, কিন্তু রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সেভাবে বড়োসড়ো কিছু ঘটেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আজকে স্পিকারের হাতে রাজনৈতিক হিংসা সংক্রান্ত ফেক ভিডিওর প্রামাণ্য নথি তুলে দিলেন।

প্রসঙ্গত, হাইকোর্টে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে মামলা চলছে। সেক্ষেত্রে আইনসভায় কিন্তু ফেক ভিডিওর ঘটনা নথিভুক্ত হয়ে রইলো যা পরবর্তীকালে মামলায় কাজে আসতে পারে। এবং সেক্ষেত্রে গেরুয়া শিবিরকে চাপে ফেলার এবার উল্টো চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফেক ভিডিওর ঘটনা নিয়ে আগেও সরব হয়েছে তৃণমূল। তবে এবার যেভাবে স্বয়ং মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত নথি নিয়ে কথা বললেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!