এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সমালোচকদের মুখ বন্ধ করতে নিঃশব্দ জবাব শুভেন্দু অধিকারীর, হাতিয়ার টুইটার

সমালোচকদের মুখ বন্ধ করতে নিঃশব্দ জবাব শুভেন্দু অধিকারীর, হাতিয়ার টুইটার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরে এখন রাজনৈতিক সমীকরণ সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কখনো দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর বেড়ে চলা দূরত্ব নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কখনও আবার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের দলবদল নিয়ে ব্যাপক গুঞ্জন সামনে আসছে। এরকম পরিস্থিতি যে যেকোন দলের সাংগঠনিক পরিকাঠামোয় আঘাত হানে, তা নিশ্চিত জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এবার তিনি আর কালক্ষেপ না করে একটি ছবি টুইট করলেন মঙ্গলবার। যেখানে মুখে কোনো উত্তর দেওয়া না হলেও ছবিতে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কার্যত সোমবার ছিল বিজেপির পুরসভা ঘেরাও অভিযান। সেখানে কিন্তু পাওয়া যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একইভাবে ওই অভিযানে পাওয়া যায়নি বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকেও। রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সোমবারের ওই কর্মসূচিতে পুলিশের হাতে আক্রান্ত হন কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তাঁকে মঙ্গলবার এমএলএ হোস্টেলে দেখতে যান শুভেন্দু অধিকারী এবং তাঁর সাথে ছিলেন উল্লেখযোগ্য ভাবে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি। আর সেই ছবি টুইটারে পোস্ট করেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বেশ কিছুদিন যাবৎ বিশ্বজিৎ দাসকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেও। প্রসঙ্গত, সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চীপ হুইফ নির্মল ঘোষের ঘরে তাঁকে পাওয়া গিয়েছিল। তারপর থেকেই গুঞ্জন শোনা যায় বিশ্বজিৎ দাস হয়তো এবার বিজেপি ছাড়তে চলেছেন। সেই গুঞ্জনে জল ঢেলে বিশ্বজিৎ দাস নিজেই জানান, জনপ্রতিনিধির কোন দল হয়না। তাই বিধায়ক হিসেবে তিনি যে কোন জায়গায় স্বাধীনভাবে যেতে পারেন। পাশাপাশি তিনি পুরসভা ঘেরাও অভিযানে না থাকার কারণ হিসেবে জানিয়েছেন, তিনি এই অভিযান সম্পর্কে কিছুই জানতেন না, তাই সেই কর্মসূচিতে তিনি যোগ দেননি।

প্রসঙ্গত, বিশ্বজিৎ দাস মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক জগতে। তাই মুকুলের তৃণমূল গমনের পরেই বিশ্বজিৎ দাসকে নিয়েও প্রশ্ন ওঠে। এমনিতেই বিজেপির অন্দরে চলছে ব্যাপক ভাঙন, যা প্রকাশ্যেও এসেছে। কিন্তু এবার আর সমালোচকদের সুযোগ না দিয়ে শুভেন্দু অধিকারী শুধুমাত্র একটি ছবি টুইট করে সমস্ত আলোচনা বন্ধ করে দিলেন। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, অতীতে এমন বহু ছবি সামনে এসেছে মুকুল রায়ের। তা সত্ত্বেও মুকুল রায়কে বিজেপি আটকাতে পারেনি। এবার শুভেন্দুর এই ছবি কার্যত বিশ্বজিৎ দাসকে আটকাতে পারে কিনা সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!