এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিস্ময়কর ভাবে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা পুলিশ অফিসারের মুখে এবার মুখ্যমন্ত্রীর প্রসংসা

বিস্ময়কর ভাবে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা পুলিশ অফিসারের মুখে এবার মুখ্যমন্ত্রীর প্রসংসা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের সময় যিনি মুখ্যমন্ত্রীকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন, এবার তিনিই মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন। নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রীর সঙ্গে রীতিমতো বিবাদে জড়াতে দেখা গিয়েছিল সে সময়ের পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে। মুখ্যমন্ত্রীকে স্পষ্টভাবে যিনি জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর উর্দিতে তিনি দাগ লাগাতে দেবেন না। পরে যখন তাঁকে বীরভূমের পুলিশ সুপার করা হয়েছিল। তখন তার প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। কিন্তু সেই নগেন্দ্র নাথ ত্রিপাঠী এখন মুখ্যমন্ত্রীর বিরাট প্রশংসা করলেন। জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে রাজ্যের পুলিশ আরও বেশি করে মানবিক হয়েছে। মুখ্যমন্ত্রী যেমন হবেন, তেমনি কাজ হবে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার কারণেই রাজ্য পুলিশ মানবিক হতে পেরেছে।

গতকাল বীরভূম জেলার মির্জাপুর আদিবাসী গ্রামে, রাইপুর-সুপুর গ্রাম পঞ্চায়েত অফিসে আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচিতে যোগদান করেছিলেন জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী। গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিত কুমার দে, বোলপুর মহকুমার ক্রিয়া সংস্থার সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ, মহকুমার পুলিশ অফিসার অভিষেক রায় সহ একাধিক ব্যক্তিত্ব।

বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানালেন যে, ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গে এসেছেন তিনি। সেসময় বাম সরকারের পুলিশ বেশি করে লাঠির ভাষা ব্যবহার করত। কিন্তু ২০১১ সাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এসেছেন, তখন থেকে পুলিশ অনেক বেশি মানবিক হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। অপরাধ রোখার পাশাপাশি পুলিশকে মানুষের কাছে গিয়ে আরো বেশি মানবিক হবার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনে কাজ হয়েছে। মানুষের সঙ্গে পুলিশের একটা নিবিড় যোগাযোগ তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানালেন, পশ্চিমবঙ্গের পুলিশের যে মানবিক মুখ আছে, তা দেশের অন্য কোন রাজ্যের পুলিশের নেই। দেশের সমস্ত রাজ্যে পুলিশ রয়েছে, তারাও অপরাধ রোখার, আইন-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নির্দেশে পুলিশ যেভাবে মানবিক, তা আর কোন রাজ্যে দেখা যায় না। পুলিশ সুপার আরও জানালেন যে, করোনার সংক্রমনের সময় পুলিশ দুঃস্থ মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছিল।

আবার কোন মেধাবী ছাত্র-ছাত্রী পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়লে তার পাশে যেভাবে পুলিশ দাঁড়িয়েছে, তার কথা কেউ বলে দেয় নি। কেউ বলে দেয় নি যে, পুলিশকে এভাবে কাজ করে যেতে হবে। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশকে মানবিক হতে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তার ফলে পুলিশ স্বতঃস্ফুর্তভাবে এই কাজগুলো করছে। আর এর ফলে মিলছে সুফল।

তিনি আরও জানালেন, মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার ফলে, পুলিশের এই মানবিক মুখের কারণে রাজ্য পুলিশের কাজ করো অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠেছে। প্রত্যন্ত এলাকা থেকে মানুষের সহযোগিতাতে নানা খবর, নানা সমস্যার কথা পুলিশের কাছে উঠে আসছে। পুলিশ যেগুলি সমাধান করছে। এভাবে একদা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী এবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন। তাঁর এই ভোলবদল বিস্মিত করেছে অনেককেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!