এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > জমজমাট রায়গঞ্জের নির্বাচনী যুদ্ধ – দেওয়াল দখলের মাধ্যমেই জমি দখলের মহড়া শুরু

জমজমাট রায়গঞ্জের নির্বাচনী যুদ্ধ – দেওয়াল দখলের মাধ্যমেই জমি দখলের মহড়া শুরু

দেওয়াল লিখন যে নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম,তা বলাবাহুল্য। প্রতিবারের মতো এবারও লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হতেই দেওয়াল লিখন নিয়ে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। রায়গঞ্জ আসনে মহম্মদ সেলিমের নাম আগেই ঘোষণা করে দিয়েছিল বামফ্রন্ট। সেকারণে দিনকয়েক আগে থেকেই তাঁর হয়ে প্রচার শুরু করেছে দল।

এবার নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর দেওয়াল লিখনের কাজ নিয়েও ময়দানে নেমে গিয়েছে বামেরা। অন্যদিকে,মঙ্গলবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের নাম ঘোষণা করা মাত্রই ডবল্ ব্যস্ততা নিয়ে প্রচারে নেমে পড়েছে শাসকদল।

তবে এখনো দেওয়াল লিখনের কাজে নামতে পারেনি কংগ্রেস। রায়গঞ্জ কেন্দ্র কংগ্রেসের তরফ থেকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের সুপ্রমো। তবে এই সিদ্ধান্ত এখনো জেলা নেতৃত্বের কাছে পৌছায়নি। ওদিকে বিজেপিও এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। দেওয়াল লিখন তো অনেক দূরের কথা। কাজেই বোঝাই যাচ্ছে,লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং কংগ্রেসকে পিছনে ফেলে অনেকেটাই এগিয়ে রয়েছে বামফ্রন্ট এবং তৃণমূল।

গতকাল রায়গঞ্জের বিবিড মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দলীয় প্রার্থী কানাইয়ালালের নামে দেওয়াল লিখন শুরু হয়। এই কাজ শুরু হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। প্রার্থীর নামের পাশাপাশি দলের প্রতীক ও সেসঙ্গে ‘তৃণমূল আমরা আপনার বাংলা’ এই স্লোগান তারা লিখছে। রায়গঞ্জের কমলাবাড়ি-১ এবং ২, ভাটোল গ্রাম পঞ্চায়েত সহ রায়গঞ্জের বিভিন্ন জায়গায় প্রার্থীর নামে দেওয়াল লেখা হয়। এ প্রসঙ্গে,তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন,’প্রার্থীর নাম ঘোষণা হতেই আমি দলের কর্মীদের জেলাজুড়ে দেওয়াল লিখনের কাজ শুরু করতে নির্দেশ দিয়েছি। সেই কাজ শুরু হয়েছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল জানান,মঙ্গলবার হেমতাবাদে বাঙালবাড়ি থেকে প্রার্থীর নামে দেওয়াল লিখন করা হয়েছে। বুধবার রায়গঞ্জের বিবিডি মোড়েও দেওয়াল লিখন হয়েছে। আপাতত প্রার্থীর নাম এবং প্রতীক রাখা হচ্ছে। এর পরবর্তী পদক্ষেপে বিভিন্ন ছড়া,কার্টুন প্রভৃতির মাধ্যমেও দেওয়াল লিখন করা হবে। ওদিকে,সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ভারতেন্দু চৌধুরী বলেন,’জেলাজুড়েই বামফ্রন্ট প্রার্থী সেলিমের নামে দেওয়াল লিখনের কাজ আমরা আগেই শুরু করে দিয়েছি। ফাস্ট রাউন্ডে আমরাই এগিয়ে।’

অন্যদিকে, প্রচার কর্মসূচির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে কংগ্রেস এমনটাই জানালেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ। তিনি আরো জানালেন,উর্ধতন কর্তৃপক্ষের থেকে নির্দেশ এলেই প্রচার কর্মসূচিতে কোমর বেঁধে নামবেন তাঁরা। দেওয়াল দখল করাই আছে। অপেক্ষা শুধু দলের সুপ্রিমোর সবুজ সংকেতের। এদিকে ভোটের দিন ঘোষণা হওয়ার পর দিন তিনেক পেরিয়ে গেলেও প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি। তা নিয়ে বেশ চাপে রয়েছে তাঁরা। বাম-তৃণমূল এ ব্যাপারে এগিয়ে থাকাতে বিজেপির চাপ ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে ভোটের মুখে কোনোরকম চাপ স্বীকার করতে রাজি নয় গেরুয়াশিবির। এতে বিরোধীরা বেশি অক্সিজেন পাবে বলেই সংশয় তাঁদের। এ ব্যাপারে বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বললেন, এখনো প্রার্থীর নাম ঘোষণা না হলেও সমস্ত ব্লকে কর্মীরা দেওয়াল দখলের কাজ করছেন। চলছে প্রতীক আঁকাও। অপেক্ষা শুরু প্রার্থী ঘোষণার। সেটা হয়ে গেলেও দেওয়ালে প্রার্থীর নাম লেখার কাজ শুরু হয়ে যাবে। এ নিয়ে পিছিয়ে থাকার কিছু নেই বলেই জানালেন তিনি। দেওয়াল দখলের মাধ্যমে সবমিলিয়ে রায়গঞ্জের নির্বাচনী যুদ্ধকে কেন্দ্র করে বেশ জমে উঠছে উত্তর দিনাজপুরের রাজনৈতিক ক্ষেত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!