এবার নাম না করে অনুব্রতকে ধমকালেন দিলীপ ঘোষ রাজ্য December 25, 2017 এতদিন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বিরোধীদের নানা রকম হুঁশিয়ারি দিয়েছেন। এবার আসরে নামলো বিজেপি। মুকুল রায়ের পর এবার দিলীপ ঘোষ নাম না করে অনুব্রতবাবুকে ধমকালেন ,এদিন তিনি বলেন যদি বেশি চিৎকার কর তাহলে বাকি জীবনটা সিউড়ি অথবা আলিপুর জেলের ভাত খেতে হবে। অক্সিজেন সিলিন্ডার সঙ্গে দিয়ে দেব। যাতে কষ্ট না হয়। এদিন অনুমতি ছাড়াই সিউড়িতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। প্রসঙ্গত সিউড়ি পুরসভায় বিজেপি মিছিল করার অনুমতি চায়। পুরসভা প্রথমে সেই অনুমতি দিলেও পরে তা বাতিল করে দে কিন্তু তা সত্ত্বেও এদিন অনুমতি ছাড়াই সিউড়িতে বিক্ষোভ মিছিল করে বিজেপি। সিউড়ির চাঁদমারি মাঠে বিজেপির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায়, সায়ন্তন বসু ও সমীরণ সাহা। আর এই মিছিলেই দিলীপবাবু বলেন লালুপ্রসাদ ৩ জানুয়ারি কমপক্ষে তিন বছরের জন্য জেলে যাবেন। মুলায়ম আর তার ছেলের জন্যও তৈরি হচ্ছে। যদি বেশি চিৎকার কর তাহলে বাকি জীবনটা সিউড়ি কিংবা আলিপুর জেলে কাটাতে হবে। সঙ্গে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দেব। বিজেপির পিছনে লাগবে না। বিজেপিকে এভাবে আটকানো যাবে না।যদিও অনুব্রতবাবুর তরফ থেকে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -