এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুরুলিয়াতে মুকুল রায়ের হাত ধরে ৬ হাজার তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে

পুরুলিয়াতে মুকুল রায়ের হাত ধরে ৬ হাজার তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই মুকুল রায় দাবি করেছিলেন, তাঁর পুরোনো দলের সংগঠন বলে কিছু নেই, একটু নাড়া দিলেই নাকি ঝুরঝুর করে ভেঙ্গে পড়বে। তিনি বিভিন্ন সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে একটু ধৈর্য্য ধরে থাকতে অনুরোধ করেছিলেন, বলেছিলেন, দেখুন না আগামী দিনে শাসকদলে কি পরিমান ভাঙ্গন ধরে। আর বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে এবং সংগঠন বিস্তার করতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে জনজাগরন যাত্রা শুরু করছেন মুকুল রায়। আর নিজের দেওয়া কথা মত বড়সড় ভাঙ্গন ধরাচ্ছেনও শাসকদলে। প্রথমে বীরভূমে তাঁর হাত ধরে প্রায় ৫ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেন। আর তারপরে গতকাল পুরুলিয়াতে তাঁর হাত ধরে প্রায় ৬ হাজার কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দিলেন।
মুকুল রায়ের কনভয় পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকার মধ্যে ঢুকতেই শুরু হয়ে যায় তাঁকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু স্লোগান, সাথে চলে অঝোরে পুষ্পবৃষ্টি। স্বতঃস্ফূর্ত জনসমর্থন আর জনস্রোত দেখে চোখ কপালে উঠে যায় বিজেপির স্থানীয় নেতৃত্ত্বের। পুরুলিয়াতে বিজেপির জন্য এত মানুষের সমাগম এর আগে দেখেছেন বলে মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরাও। পুরুলিয়াতে পৌঁছেই একটি নতুন বিজেপি পার্টি অফিসের উদ্বোধন করেন মুকুল রায় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আর সেখানেই তাঁর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে শাসকদল ছেড়ে প্রায় ৬ হাজার কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি সূত্রে দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!