এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তরবঙ্গে আসন্ন পঞ্চায়েতে বিজেপিকে ঠেকাতে শাসকদলের বিশেষ পরিকল্পনা

উত্তরবঙ্গে আসন্ন পঞ্চায়েতে বিজেপিকে ঠেকাতে শাসকদলের বিশেষ পরিকল্পনা

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ২০১৯ এর লোকসভা ভোট আর তার আগে লোকসভা ভোটের প্রস্তুতি তারা সেরে নিতে চায় আগামী বছরের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গে ক্রমশ বিরোধী পরিসর দখল করে নিচ্ছে বিজেপি। আর তাই বিজেপিকে রুখতে এবং পঞ্চায়েত ভোটে নিজেদের বিজয় রথ জারি রাখতে অতিরিক্ত নজরদারির প্রয়োজন বলে মনে করল রাজ্য শাসকদল।
স্থানীয় সূত্রের খবর জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পঞ্চায়েত গুলিতে ভালো ফলের জন্য প্রতিটি বুথের জন্য ২৫ জনের একটি টীম তৈরী করা হবে। তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে গঠিত এই বাহিনী সকল বুথগুলিতে নজরদারির কাজ করবে বলেও জানা যাচ্ছে। জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রে মোট ১,৮৪৩ টি বুথ রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, প্রথমে জলপাইগুড়ি সদর-১ এবং ২ সাংগঠনিক ব্লকের অধীনে তৈরী করা হবে ওই বিশেষ বাহিনী।তিনি আরও জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই তাঁরা দলীয় স্তরে তাঁদের রণকৌশল ঠিক করে ফেলছেন। এমনকি তার বাস্তবরূপ দিয়ে ইতিমধ্যেই জলপাইগুড়ির প্রায় ৬০ শতাংশ বুথে বুথভিত্তিক সম্মেলন সম্পন্ন করে ফেলা গেছে। আর চলতি মাসেই বাকি থাকা বুথগুলিতে তা শেষ করে ফেলা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!