এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজকুমার-মৃত্যু: নিরাপত্তার অভাবে ভবিষ্যতে নির্বাচনের কাজে না যাওয়ার ভাবনা শিক্ষকদের

রাজকুমার-মৃত্যু: নিরাপত্তার অভাবে ভবিষ্যতে নির্বাচনের কাজে না যাওয়ার ভাবনা শিক্ষকদের

নির্বাচনের ডিউটি পালন করতে গিয়ে  উত্তর দিনাজপুরের একটি মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যু’কে কেন্দ্র করে স্বভাবতই উত্তাল রাজ্যের শিক্ষক মহল। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের নানা জায়গায় চলছে শিক্ষকদের বিক্ষোভ সভা। শুধু তাই নয় সোস্যাল নেটওয়ার্কিং সাইটেও চলছে শিক্ষক মহলের ক্ষোভ প্রকাশ কর্মসূচী। এদিন উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি ময়দানে কোনো রাজনৈতিক রঙ না দিয়ে শিক্ষকরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। সভায় উপস্থিত সভার অন্যতম উদ্যোক্তা উত্তর ২৪ পরগনার বরবরিয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবাল সমাদ্দার জানালেন,  রাজকুমার বাবু’র মৃত্যুর ঘটনার পরে শিক্ষকেরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরী করতে চলেছেন। তাঁদের দাবি শিক্ষকদের দিয়ে সরকার নির্বাচনের কাজ করালে তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতেই হবে। এরমধ্যেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের বাম নেতৃত্বাধীন শিক্ষক সংগঠন ওয়েবকুটা রাজকুমার বাবুর মৃত্যু নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবির পাশাপাশি আগামী দিনে প্রতিটি ভোট কর্মীকে নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। এমনকি ওয়েবকুটা স্কুল, কলেজের শিক্ষকদের ভোটের কাজ না-দেওয়ার পক্ষেও সওয়াল করেছে । এই  সংগঠনের সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ নিজের মত প্রকাশ করে জানালেন, এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পঠনপাঠনও বিঘ্নিত হয়। আবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বললেন, ”এই ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। ভোটের কাজ শিক্ষকদের দিলে তাঁদের ১০০% নিরাপত্তা দিতে হবে। না হলে আগামী দিনে শিক্ষকেরা এই কাজ করতে চাইবেন না।” একই সাথে তিনি বললেন , ”খাতা দেখার কাজ এ বার খুবই বিঘ্নিত হয়েছে। মূল্যায়নে সুবিচার করা যায়নি। এর পর রাজকুমারবাবুর ক্ষেত্রে যা হয়েছে তার পরে শিক্ষকেরা আর ভোটের কাজ করতে চাইবেন না।” অন্যদিকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”ভোটের ডিউটির নামে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা বন্ধ হোক। এই ঘটনায় সমস্ত মানুষ প্রতিবাদ করুন।” পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির নেতা নবকুমার কর্মকার বললেন, ”সরকার শিক্ষকদের নিরাপত্তা দিতে না-পারলে ভোটের ডিউটিতে যাওয়ার আগে শিক্ষকদেরও ভাবতে হবে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!