এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কি হল শেষ পর্যন্ত, ভাটপাড়া পৌরসভা কার হাতে রইল! জেনে নিন

কি হল শেষ পর্যন্ত, ভাটপাড়া পৌরসভা কার হাতে রইল! জেনে নিন


দিনভর নানা জল্পনা-কল্পনা থাকলেও অবশেষে ভাটপাড়া পৌরসভার সরকারি ভাবে দখল নিল বিজেপি। সূত্রের খবর, আজ সেখানে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচন প্রক্রিয়ায় পুরপ্রধান হিসেবে নির্বাচিত হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিংহ।

প্রসঙ্গত, 35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের 33 জন কাউন্সিলার থাকলেও লোকসভা নির্বাচনের পরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিংহ জয়লাভ করলে তৃণমূলের অনেক কাউন্সিলর বিজেপিতে যোগ দেবে বলে জল্পনার সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইমত গত 27 মে এখানকার 8 জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। আর তখনই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তাদের 23 জন কাউন্সিলর রয়েছে। কিন্তু এদিন চেয়ারম্যানের ভোটাভুটি প্রক্রিয়ায় ভাটপাড়া পৌরসভার বিজেপির চেয়ারম্যান পদপ্রার্থী অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিংহ 26 টি ভোট পেয়েছেন।

ফলে এদিন বিজেপির ভোট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে ভাটপাড়া পৌরসভা এবার বিজেপির দখলে যাওয়ায় তৃণমূল যে এখানে অনেকটাই ব্যাকফুটে চলে গেল সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!