অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস করতে চলেছেন মুকুল রায় বিশেষ খবর রাজ্য December 25, 2017 এতদিন রাজ্য-রাজনীতিতে অভিযোগ আর হুমকি শোনা যেত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের গলায়। আর এবার অনুব্রত মন্ডলের গড়ে দাঁড়িয়ে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি তিনি অনুব্রত মন্ডলের সম্পর্কে এমন কিছু ফাঁস করবেন যাতে করে তাঁকে রাজনীতিই ছেড়ে দিতে হবে। তীব্র আক্রমনাত্মক ভাষায় এদিন মুকুল রায় জানান, ১. আমি অনুব্রত মণ্ডলের এমন কিছু ফাঁস করবো, যাতে হয় শাসকদল তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেবে, না হলে উনি নিজেই ওনার পদ থেকে সরে যাবেন ২. পঞ্চায়েতে কাউকে মনোনয়ন জমা করতে দেবেন না, আমি আজ বলে গেলাম বিজেপি পঞ্চায়েতে সব কটি আসনে প্রার্থী দেবে, পারলে আপনি ঠেকিয়ে দেখান ৩. কোনও মিটিং, মিছিলে বিজেপি কর্মীরা মার খেলে যেন পাল্টা মার দিয়ে আসেন ৪. এখন আর চোখ দিয়ে জল ঝড়ালে হবে না, চোখ দিয়ে বিদ্যুত্ ঝড়াতে হবে, তবেই এই বাংলায় পরিবর্তন আসবে আপনার মতামত জানান -