এবার ১৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ DVC-র এক কর্তার বিরুদ্ধে রাজ্য December 27, 2017 এবার ডিভিসির এক শীর্ষ কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। জানা গেছে যে ওই কর্তা ১৬০০ কোটি টাকা দুর্নীতি করেছেন এমন অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তও শুরু করেছে। জানা গেছে কি ধরণের দুর্নীতি,কে কে জড়িত,কি কি তথ্য ,ওই কর্তা ব্যক্তির সম্পর্কে কি প্রমান আছে,বা ওই ব্যাক্তি সম্পর্কে খোঁজ-খবর এই সব নিয়ে ডিভিসিকে চিঠি পাঠিয়েছিল সিআইডি। কিন্তু ডিভিসি সেই চিঠির কোনো উত্তর দেয়নি। ফলে আবার সিআইডি তাদের চিঠি পাঠাবে এছাড়া অভিযোগের সত্যতা দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে।যদিও এই নিয়ে এখনো পর্যন্ত ডিভিসির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আপনার মতামত জানান -