এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দিল্লি থেকে বিজেপিকে সরাতে এবার আসরে অনুব্রত মন্ডল

দিল্লি থেকে বিজেপিকে সরাতে এবার আসরে অনুব্রত মন্ডল

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে বঙ্গের রাজনৈতিক মহলে। গত বুধবার বোলপুর ডাক বাংলো ময়দানে তৃণমূলের ডাকা সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, আসন্ন ২০১৯ এর লোকসভা নির্বাচনিতে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে না পারলে আসবে ভয়াবহ দিন।

এদিন তিনি সভা মঞ্চ থেকে বলেন, পঞ্চায়েতে কোনও ব্লকে প্রার্থী দাঁড়াবে না। পঞ্চায়েতে কেউ যাবে না। যেখানে আমরা সেখানে অন্য কারুর মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা নেই। আপনারা হয়তো মনে মনে আমাকে কেউ কেউ গাল দেবেন যে, তৃণমূলের পক্ষ থেকে এত কেন অনুষ্ঠান করা হচ্ছে। এত অনুষ্ঠান কেন? আমি কিন্তু অনুষ্ঠানগুলি করছি পঞ্চায়েতের জন্য নয়, পঞ্চায়েত আপনারা করে নিয়েছেন, পঞ্চায়েত আপনারা আটকে দিয়েছেন। আমি ২০১৯ সালের বিজেপিকে সরানোর জন্য এই অনুষ্ঠান গুলো করছি। পাশাপাশি তিনি আরও বলেন, ২০১৯ সালে যাতে দিল্লি থেকে বিজেপিকে সরাতে পারি তার জন্য এই অনুষ্ঠানগুলি আমরা করছি। আর একটা বছর একটু কষ্ট করুন, আমাদের লক্ষ্য ২০১৯। ২০১৯ সালে দিল্লি থেকে বিজেপিকে সরাতে না পারলে যে ভয়ংকর কালো দিন আসবে ভাবতে পারবে না মানুষ৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!