এখন পড়ছেন
হোম > জাতীয় > জোটসঙ্গীদের নিয়ে বেকায়দায় বিজেপি, সুর চড়াচ্ছে বিরোধীরা

জোটসঙ্গীদের নিয়ে বেকায়দায় বিজেপি, সুর চড়াচ্ছে বিরোধীরা

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে বিজেপির বিপদে পড়তেই তার বিরুদ্ধে রাজনৈতিক সুর ছড়াতে ভুলে যাচ্ছে না বিরোধীগোষ্ঠী।মঙ্গলবার তাই বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের হেভি ওয়েট নেতা তথা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,”ভবিষ্যতে একে একে সবাই বিজেপির সঙ্গ ছাড়বে।”

প্রসঙ্গত,কিছুদিন আগে শিবসেনা বিজেপিকে জানিয়ে দেন তারা এনডি ছেড়ে ২০১৯ সালের লোকসভার ও বিধানসভার নির্বাচনে একই লড়বে।তাদের এই সিদ্ধান্ত মোদী সরকারের কাছে একটা বড় আঘাত বলে মানছেন বিরোধী গোষ্ঠী। আর তাই এদিন মঞ্চ থেকে বিজেপিকে শিবিরকে কটাক্ষ করে পার্থবাবু বললেন,”ভবিষ্যতে একে একে সবাই বিজেপির সঙ্গ ছাড়বে।” আর মাত্র দেড় বছরের অপেক্ষার পরেই বিজেপিকে মুখোমুখি হতে হবে লোকসভায় ক্ষমতা ধরে রাখার মহাযজ্ঞে। কিন্তু তার আগেই শিবসেনার এই সিদ্ধান্তে বেশ নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। উল্টোদিকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর মুম্বই সফরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন, আর তা নিয়েও রাজনৈতিক মহলে গুঞ্জনের সুর তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!