এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিরক্ষর প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিজেপিরই একাংশ, প্রার্থী বদলের ইঙ্গিত

নিরক্ষর প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিজেপিরই একাংশ, প্রার্থী বদলের ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার পর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। তাঁরা অবশ্য 291 টি আসনের প্রার্থী তালিকা একবারেই প্রকাশ করে দেয়। যা ঝামেলা হবার তখনই হয়ে যায়। যারা দল ছাড়বার, তাঁরা ছেড়েও দেয়। কিন্তু সমস্যা হয় গেরুয়া শিবিরে। ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। আর প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথে দেখা গেছে, গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে দলের একাংশ রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর চালিয়েছে। এবার মালদার বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সামনে এল। গেরুয়া শিবিরের একাংশের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি পুরোপুরি নিরক্ষর।

বিজেপির পক্ষ থেকে মালদায় হরিশ্চন্দ্রপুরে মতিউর রহমানকে প্রার্থী করা হয়েছে। কিন্তু দলের একাংশ এই সিদ্ধান্তটি মোটেই মানতে পারছেন না। তাঁদের দাবি, হরিশ্চন্দ্রপুর আসনের প্রার্থী বদল করতে হবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিউর রহমান পুরোপুরি নিরক্ষর।  প্রসঙ্গত, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে দেখা গিয়েছে, এবারের প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূল থেকে আগত নেতাদের এবং টলিউড তারকাদের। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন আদি বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে রাস্তায় নেমেছেন রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মালদা জেলাতেও পরিস্থিতি একই। তবে চারটি আসনের প্রার্থী সমস্যা নিয়ে জটিলতা মিটলেও হরিশ্চন্দ্রপুরের প্রার্থীকে মোটেই মানতে রাজি নন দলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, মতিউর রহমানকে এলাকার কেউ ভালোমতন চেনেন না। তিনি ওই এলাকার বাসিন্দাও নন। বিজেপির সাথেও তাঁর বেশি দিনের সম্পর্ক নয় বলে শোনা যাচ্ছে। এহেন মতিউর রহমান নিরক্ষর বলে বড়োসড়ো অভিযোগ তোলা হয়েছে। তাই বিক্ষুব্ধ বিজেপির আদি নেতারা প্রশ্ন তুলেছেন, যদি বিজেপি যেতে তাহলে নিরক্ষর বিধায়ক কিভাবে দায়িত্ব নেবেন? সূত্রের খবর, মালদা জেলা নেতৃত্বের পক্ষ থেকে মতিউর রহমানকে সরানোর ব্যাপারে দফায় দফায় বৈঠক চলছে রাজ্য নেতাদের সঙ্গে। প্রার্থী বদল নিয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রে।

বিক্ষুব্ধ বিজেপি নেতারা আশা করছেন, মতিউর রহমানকে শীঘ্রই সরিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। তবে এটাও প্রশ্ন উঠেছে, সমস্ত দিক বিচার না করে কেন মতিউর রহমানকে প্রার্থী করা হয়েছিল? একইসাথে মতিউরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা, তার সত্যতা নিয়ে বিতর্ক থাকছে। অন্যদিকে প্রার্থী নিরক্ষর হওয়ার অভিযোগ ওঠাতে বড়োসড়ো অস্বস্তিতে গেরুয়া শিবির। পরিস্থিতি সামলাতে উঠে-পড়ে লেগেছে বিজেপি নেতৃত্ব। বিগত কয়েক দিন যাবত বিজেপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে যেভাবে অশান্তির আগুন জ্বলতে দেখা গিয়েছে রাজ্যে, তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে বেশ কয়েকটি আসনে প্রার্থী বদল করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!