এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিজের বিরুদ্ধে তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী

নিজের বিরুদ্ধে তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তৃণমূল নেতৃত্ব। গতকাল সোমবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি অভিযোগ করেছিলেন, বাইরে থেকে চারটি বাড়িতে দুষ্কৃতীদের এনে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কোথায় এই বাড়িগুলি আছে? তার উল্লেখও করেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন, পুলিশকে বিষয়টি জানানো হলেও, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছিলেন তিনি। আজ এ বিষয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খড়িকামাথানিতে বিজেপির এক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে এসে গণমাধ্যমের সামনে তিনি জানালেন যে, বহিরাগত হলো পিকের টিম। যারা বাইরে থেকে লোক এনে ঢোকাচ্ছে রাজ্যে। আবার, আজ তৃণমূলের বেশ কিছু কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি প্রবল কটাক্ষ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। তিনি জানালেন বাংলায় তৃণমূল আবার ক্ষমতায় এলে, পশ্চিমবঙ্গ হয়ে যাবে বাংলাদেশ।

আবার, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, পাকিস্তান জিতলে যারা বোম ফাটায় তারা এখন তৃণমূলের ভোট ভাগ্যের নিয়ন্তা। এখন আমিরুল, সুফিয়ান, সামাদ, শাহবুদ্দিনদের হাতে চলে গেছে তৃণমূল। ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলে বোমা ফাটায়, তারাই এখন তৃণমূলে সর্বেসর্বা হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, এই পাকিস্তান প্রেমীরা নন্দীগ্রামের মাত্র ২২ টি বুথের মালিক। কিন্তু বাকি জায়গায় সকলকে এক হতে হবে। এই পাকিস্তান প্রেমীদের রুখে দিতে হবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!