এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীর্ঘদিনের তৃণমূল প্রার্থী বিজেপিতে গিয়ে টিকিট পাওয়ায় চরমে উঠেছে অশান্তি, জল্পনা তুঙ্গে

দীর্ঘদিনের তৃণমূল প্রার্থী বিজেপিতে গিয়ে টিকিট পাওয়ায় চরমে উঠেছে অশান্তি, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় সিঙুর আন্দোলনের হাত ধরে উত্থান হয়েছিল মমতা সরকারের, পতন হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসনের। সিঙুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দিয়েছিলেন অনেকেই। কিন্তু তার মধ্যে অন্যতম ছিলেন সিঙুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু বর্তমানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এমনকি বিজেপির প্রার্থীও হয়েছেন তিনি এবারের নির্বাচনে। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। বলা হচ্ছে, রাজ্যের ইতিহাস বইয়ের পাতায় রয়েছে সিঙুর আন্দোলনের অন্যতম নেতা হলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙুরে বিজেপির প্রার্থী হওয়ায় সব হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে।

কাল থেকে একটি ফেসবুক পোস্ট হু হু করে ভাইরাল হতে শুরু করে। যেখানে বলা হচ্ছে, ক্লাস এইটের ইতিহাস বই ঘোরসংকটে। কারণ, ক্লাস এইটের ইতিহাস বইতে লেখা আছে সিঙুর জমি আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবং বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি দাবি করেছেন সিঙুর থেকে শিল্প তাড়িয়েছেন মমতা। তিনি শিল্প ফিরিয়ে আনবেন। পাশাপাশি বিজেপি আবার সিঙুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল থেকে গিয়ে প্রার্থী টিকিট পেতেই শুরু হয়েছে স্থানীয় বিজেপি শিবিরের তান্ডব। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্দেশ্যে ইতিমধ্যেই স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ পথে নামবেন না প্রচারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় বিজেপি মিছিল করে বলেছে, সিঙুর থেকে শিল্প তাড়ানোর কারিগর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যথারীতি এই পোস্টকে ব্যাপক কটাক্ষ করে বামেরা প্রশ্ন তুলেছেন তাহলে এবার ইতিহাস বইয়ের কি হবে? খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়েছে পুরো পোস্টটি একটি ব্যঙ্গাত্মক হিসেবে শেয়ার করা হয়েছে। সিঙুরে এবারের তৃণমূল প্রার্থী হলেন বেচারাম মান্না। এতদিন পর্যন্ত এখানে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য তৃণমূলের হয়ে প্রার্থী হতেন। কিন্তু এবার তিনি বিজেপির প্রার্থী। সিপিএমের পক্ষ থেকে সিঙুরের প্রার্থী হল এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। গত লোকসভা নির্বাচনে কিন্তু দেখা গেছে সিঙুরে প্রায় হাজার দশেক ভোটে বিজেপি এগিয়েছিল।

যথারীতি যেখান থেকে তৃণমূল সরকারের উত্থান সেই সিঙুরেই বড়সড় ধাক্কা খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনে এসে সিঙুরের লড়াই অন্যতম নজর কাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য কিন্তু এখনো প্রচারের ক্ষেত্রে অন্য দুই শিবির থেকে বহু যোজন দূরে। যেখানে সিঙুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চড়ে বেড়াচ্ছেন সিপিএম এবং তৃণমূল প্রার্থী, সেখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে এখনো পর্যন্ত প্রচারই সেভাবে শুরু করেনি। বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেও একজন অসুস্থ, বৃদ্ধ মানুষ। বিশেষজ্ঞদের মতে, রবীন্দ্রনাথ ভট্টাচার্য কিন্তু বেশ কিছুটা পিছিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করেছে, দু-একদিনের মধ্যেই বিজেপি সেখানে প্রচারে ঝড় তুলবে। এখন দেখার, এই ঝড়ে বিজেপি বাকি দুই শিবিরকে কতটা টক্কর দিতে পারে?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!