এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শালীনতার সীমা অতিক্রম করে এবার বিজেপি সংসদকে কটুভাষায় আক্রমণ তৃণমূলের মন্ত্রীর, শুরু বিতর্ক!

শালীনতার সীমা অতিক্রম করে এবার বিজেপি সংসদকে কটুভাষায় আক্রমণ তৃণমূলের মন্ত্রীর, শুরু বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তরবঙ্গ পুনরুদ্ধারের জোরদার তোড়জোড় শুরু করছে রাজ্য তৃণমূল শিবির। যথারীতি 2019 এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা গেছে, রাজ্য শাসকদলের হাত থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশই বেরিয়ে গেছে। সে জায়গায় ঘাঁটি গেড়েছে গেরুয়া শিবির। সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। আর এবার উত্তরবঙ্গ পুনরুদ্ধার করার প্রসঙ্গটি মান্যতা পেয়েছে। সেই সূত্রেই এবার রাজ্যের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কড়া এবং কটু ভাষায় আক্রমণ চালালেন।

বাংলার রাজনীতিতে এমনিতেই কটু কথার সমাহার বেশি দেখা যায়। সেই অনুযায়ী এবার বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে তাঁর পরিবার তুলে আক্রমণ করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার নাটাবাড়ি জনসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিশীথ প্রামানিক পাল্টা নাম না করে বলেন, নাটাবাড়ির মাটিতে যদি রবীন্দ্রনাথ ঘোষ ঢোকে, তাহলে যেন তাঁর পা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ এদিন নিশীথ প্রামাণিককে রাজবংশী নন বলে দাবি করেন। প্রসঙ্গত, 2019 লোকসভা নির্বাচনে রাজবংশীদের ভোটে উত্তরবঙ্গের মাটি দখল করে বিজেপি।

অন্যদিকে নিশীথ প্রামাণিক রাজবংশী নন বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি তিনি দাবী করেন, নিশীথ প্রামাণিক তাঁর রাজবংশী পরিচয়পত্র দেখাতে পারবেনা। তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, যেখানে কোনরকম নাগরিকত্বের পরিচয়পত্র দেখানোর বিপক্ষে আন্দোলন চালাচ্ছে তৃণমূল, সেখানে বিজেপি সংসদের কাছে কাগজ দেখার কথা কি করে তিনি বললেন? রবীন্দ্রনাথ ঘোষ এদিন দাবি করেন, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক জেলার মানুষের ভাবাবেগে আঘাত করছেন। এ প্রসঙ্গে নীশিথ প্রামাণিক পাল্টা রবীন্দ্রনাথ ঘোষকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি এদিন জানিয়েছেন, তিনি যে রাজবংশী তার প্রমাণপত্র তিনি দেখিয়ে দেবেন। পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মন্ত্রী। অন্যদিকে কোচবিহারের রাজাদের পাগড়ী পড়া নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ এদিন অভিযোগ তোলেন, তা নিয়েও নীশিথ প্রামাণিক জানিয়েছেন রাজবংশীদের কৃষ্টি-সংস্কৃতিতে পাগড়ী পড়ার চল আছে। যে পাগড়ি তিনি পড়েছিলেন, তা কোচবিহারের রাজাদের নয়। প্রসঙ্গত জেলা রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষ এবং নিশীথ প্রামাণিকের মধ্যে বিরোধ আজকের নয়, দীর্ঘদিনের। একদা যখন নিশীথ প্রামাণিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন, তখন থেকেই তিনি রবীন্দ্রনাথ বিরোধী বলে পরিচিত ছিলেন জেলায়।

যদিও পরে রাজনৈতিক কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি বিজেপিতে যোগদান করেন এবং সাংসদ হিসেবে নির্বাচিত হন। আর তারপর থেকেই বহুবার কোচবিহার জেলায় রবীন্দ্রনাথ ঘোষ এবং নিশীথ প্রামাণিকের বাকযুদ্ধে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধের ঘনঘটা দেখা যাচ্ছে। এবং যত সময় যাবে, এই বাকযুদ্ধ ততই বাড়বে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যে 2021 এর বিধানসভার মসনদ দখল করতে প্রস্তুত রাজ্যের সবকটি রাজনৈতিক দল। তবে যেভাবে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কটু ভাষায় আক্রমণ চালিয়েছেন তা কিন্তু যথেষ্ট সমালোচিত হচ্ছে রাজনৈতিক মহলে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!