এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন শুভেন্দু? মন্তব্য ঘিরে জল্পনা শুরু!

এবার কি মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন শুভেন্দু? মন্তব্য ঘিরে জল্পনা শুরু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তিনি শুধু তৃণমূলের শীর্ষ নেতা নন, রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী। তবে দল কিংবা সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই দূরত্ব তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি জল্পনার শীর্ষে রয়েছেন গোটা বাংলা জুড়ে। তিনি দলত্যাগ করে বিজেপিতে নাম লেখাবেন, নাকি নতুন কোনো মঞ্চ গঠন করবেন, তা নিয়ে প্রশ্ন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে।

এখনও পর্যন্ত মন্ত্রী পদ ছাড়েননি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। তবে সাম্প্রতিক কালে মন্ত্রিসভার বৈঠক হলেও, সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেছে তাকে। আর এরই মাঝে সেই শুভেন্দু অধিকারীর গলায় “কাজ করতে পদ লাগে না” বলে মন্তব্য সামনে আসায় তিনি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

প্রায় অনেকদিন ধরেই শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচিতে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি নন্দীগ্রাম দিবসে উপস্থিত হয়ে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে। এদিকে বিভিন্ন জায়গায় “দাদার অনুগামী” বলে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার টাঙানো হলেও সেখানে তার নামের আগে “মন্ত্রী” নামক কোনো শব্দ দেখা যাচ্ছে না। যার ফলে এমনিতেই জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি দল এবং সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করছেন এই হেভিওয়েট নেতা! আর এই পরিস্থিতিতে শুভেন্দুবাবু একটি সভায় বক্তব্য রাখার সময় বলেন, “কাজ করতে গেলে পদ লাগে না। কোনো ছাড়পত্র লাগে না।”

স্বাভাবিক ভাবেই বর্তমানে যখন তিনিদূরত্ব তৈরি করছেন সমস্ত জগৎ থেকে, তখন তার এই মন্তব্য আগামীদিনে তার মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার মত কোনো ঘটনার দিকে ইঙ্গিত করল কিনা, তা নিয়ে চর্চা শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।একাংশ বলছেন, যদি সত্যি সত্যিই শুভেন্দু অধিকারী এবার মন্ত্রীপদ ছেড়ে দেওয়ার মত সিদ্ধান্ত নেনড় তাহলে একটা জিনিস পরিষ্কার যে, তার সাথে তৃণমূলের দূরত্ব প্রকট হয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য তার বাড়িতে গিয়েছিলেন প্রশান্ত কিশোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীর দেখা তিনি পাননি। তার বাবা শিশির অধিকারী সঙ্গে তিনি কথা বলেছেন খবর। কিন্তু তারপরেও শুভেন্দুবাবুর সঙ্গে তৃনমূলের ঘনিষ্ঠতা খুব একটা বৃদ্ধি পেয়েছে, এমনটা বলা যাবে না। আর এই পরিস্থিতিতে জল্পনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে, শুভেন্দু অধিকারী খুব তাড়াতাড়ি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন।

আর এমতাবস্থায় তিনি তাঁর রাজনৈতিক বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি মন্ত্রী পদ ছেড়ে দেন, তাহলে তা যে তৃণমূল ছাড়ার ইঙ্গিত, সেই ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবে রাজনৈতিক মহলের কাছে। তবে কি করবেন শুভেন্দু অধিকারী, তা একমাত্র তিনিই বলতে পারবেন। তবে তার আগে এখন শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখার সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!