এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সিদ্ধান্তের বিরোধিতা? শুরু সো কজের নোটিশ দেওয়া, আবার কি শুরু হবে নতুন বিদ্রোহ?

তৃণমূলের সিদ্ধান্তের বিরোধিতা? শুরু সো কজের নোটিশ দেওয়া, আবার কি শুরু হবে নতুন বিদ্রোহ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন উপলক্ষে জেলায় জেলায় তৃণমূলের নতুন করে ব্লক কমিটি, জেলা কমিটি গঠন করা হচ্ছে। পুরনো সভাপতিদের অপসারিত করে নতুন মুখ আনা হচ্ছে নানা স্থানে। যা নিয়ে অনেক সময় বিরোধ বাড়ছে জেলায় জেলায়। যা থেকে কখনো দেখা দিচ্ছে দলের প্রতি ক্ষোভ, বিদ্রোহ তথা অন্তর্দ্বন্দ্ব। সম্প্রতি, পুরুলিয়া জেলায় নতুন করে ব্লক কমিটি, অঞ্চল সভাপতি গঠন নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ ও ঝালদা ২ ব্লক তৃণমূলের সভাপতি। এই দুই ব্লক সভাপতির বিরুদ্ধে এবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে শোকজ করা হলো।

পুরুলিয়া জেলায় তৃণমূলের রঘুনাথপুর ১ ব্লক সভাপতি মিহির বাউড়ি ও ঝালদা ২ ব্লক সভাপতি সুনীল কুমারকে শোকজের নোটিশ দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপুদ টুডু। গত শুক্রবার সন্ধ্যায় তাঁদের এই নোটিশ দেয়া হলো। গুরুপুদ টুডু জানালেন, সাত দিনের মধ্যে তাঁরা যদি এই শোকজের জবাব না দেন, তবে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে দল। দুজন ব্লক সভাপতিকে শোকজ পাঠানো প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি জানালেন যে, কোনভাবেই দলের শৃঙ্খলার বিরোধী বিষয়কে দল থেকে মেনে নেওয়া হবে না। এই কারনেই জেলা সভাপতি এই দুই ব্লক সভাপতিকে শোকজ করেছেন।

প্রসঙ্গত রঘুনাথপুর ১ ব্লক কমিটি অঞ্চল কমিটি গঠন নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মিহির বাউড়ি। প্রকাশ্যে সভা করে জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, জেলা থেকে পাঠানো অঞ্চল কমিটির সভাপতিদের একাংশকে তাঁরা মানছেন না। এর বিরুদ্ধে পাল্টা কমিটি গঠনের কথাও তিনি জানালেন। তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁর ব্লকের অঞ্চল সভাপতিদের নামের তালিকা তিনি জেলা নেতৃত্তের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু সেই তালিকায় বেশকিছু রদবদল করেছে জেলা নেতৃত্ব। তার অভিযোগ, তার বিরোধী গোষ্ঠীর কিছু নেতা চক্রান্ত করে এই তালিকায় রদবদল করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রঘুনাথপুর ১ ব্লক সভাপতি মিহির বাউড়ি তাঁর শোকজ প্রসঙ্গে জানালেন যে, তাঁর শোকজের জবাব তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই দলকে দিয়ে দেবেন। তাঁর ব্লকে কি পরিস্থিতি চলছে, সেই বিষয়েও তিনি দলকে জানাবেন। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগকে তিনি অস্বীকার করেছেন। এদিকে তাঁর সভা করার পরেই সেখানেই পাল্টা সভা করেছিলেন তার বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল নেতারা। তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা বলে পরিচিত পুরুলিয়া জেলা তৃণমূল সম্পাদক মুকুল বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানালেন যে, ২০১৩ সালে দলবিরোধী কাজের জন্য দল থেকে বহিস্কৃত হয়েছিলেন মিহির বাবু, আবার একই ধরনের কাজ করাতে শোকজের চিঠি পেয়েছেন তিনি।

অন্যদিকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে ঝালদা ২ ব্লক তৃণমূল সভাপতি সুনীল কুমারকে। জেলা নেতৃত্বকে না জানিয়েই জেলা কমিটির সদস্যদের তালিকা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। যে অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। তবে বেশ কিছু তৃণমূল নেতাকর্মীদের দাবি, নতুন ব্লক কমিটি গঠন নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর মতান্তর ছিল। এই সব সমস্যা দূর করে সমস্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈঠকের দিন স্থির করতে তৃণমূলের জয়পুর বিধানসভার কো-অর্ডিনেটর সুষেণ মাঝিকে জেলা তৃণমূল দায়িত্ব দিয়েছিল। সুষেণ মাঝি তাঁকে নিয়ে বৈঠক ডেকেছিলেন, কিন্তু সে বৈঠকে যাননি তিনি।
তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে, অন্য নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী ১৭ ই নভেম্বর কর্মী সম্মেলনের দিন স্থির করেছিলেন সুজন মাঝি।

কিন্তু তার আগেই গত ১২ ই নভেম্বর সুনীলবাবু কর্মী সম্মেলন করেছিলেন। আর সেখানেই ব্লক কমিটির সদস্যদের তালিকা স্থির করে তিনি তা সামাজিক মাধ্যমে দিয়েছিলেন। তবে, এ প্রসঙ্গে সুনীল কুমার জানালেন, ‘‘১২ নভেম্বরের সভা দলের সঙ্গে কথা বলেই স্থির করেছিলাম। তার আগের দিন সভা বাতিল করতে বলা হয়েছিল। কিন্তু প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছিল তখন। বাতিল করলে কর্মীদের মনোবল ভেঙে যাবে বলেই সভা করেছিলাম।” এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, ব্লক কমিটির তালিকা সামাজিক মাধ্যমে তিনি দেননি। এভাবে দুজন ব্লক সভাপতিকে শোকজের নোটিশ দেওয়াতে তাঁরা দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের পথে যাবেন কিনা? সে বিষয় নিয়ে থেকে যাচ্ছে নানা প্রশ্ন। অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেবে কিনা? তা নিয়েও আছে নানা প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!