এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার মুকুল রায়ের সুরে সুর মেলালেন মহম্মদ সেলিম

এবার মুকুল রায়ের সুরে সুর মেলালেন মহম্মদ সেলিম

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যজুড়ে বিভিন্ন জনসভায় যোগ দিয়ে পুলিশ-প্রশাসনের শাসকদলের ‘দলদাস’ হয়ে যাওয়া নিয়ে বারবার অভিযোগ তুলছেন মুকুল রায়। তিনি এমনও বলেছেন, রাজ্যে আগামীদিনে শাসকদলের পরিবর্তন হলে তখন কি হবে সে কথা মাথায় রেখেই নিজের দায়িত্ত্ব পালন করা উচিত পুলিশ-প্রশাসনের। আর এবার কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে দলের জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সভায় বক্তব্য গিয়ে রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও একই কথা জানালেন। পার্থক্যের মধ্যে তিনি রাজ্যের শাসকদলের সঙ্গে একাসনে রেখে কেন্দ্রের শাসকদল বিজেপিকেও তোপ দাগলেন। গতকাল সভা থেকে মহম্মদ সেলিম বলেন –

১. যে পুলিশ উর্দি পরে তৃণমূলের কাজ করছে তাকে বলি ভারতী ঘোষকে দেখো
২. দালালি করার একটা সীমা আছে, কতদূর পর্যন্ত যেতে পারবে?
৩. তুমি তো ছাপোষা কনস্টেবল আর আইসি, তোমার আইপিএস অফিসার এসপিও যখন বুঝতে পারছে তৃণমূলের হাওয়া খারাপ, আর দিদির নেকনজরে নেই তখন তাঁকেও চাকরি ছাড়তে হচ্ছে
৪. মোদী, মমতা একই পাঠশালার লোক
৫. তৃণমূল, বিজেপি দুই দলের বিরুদ্ধেই লড়াই করতে হবে, এ জন্য ঐক্যবদ্ধ হতে হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!