এখন পড়ছেন
হোম > রাজ্য > রেশনে দুর্নীতি নিয়ে ক্রমশ কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার

রেশনে দুর্নীতি নিয়ে ক্রমশ কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার


রেশন দুর্নীতি ঠেকাতে রাজ্য সরকার এবার জেলায় জেলায় ব্যবস্থা করল স্পেশাল টিমের। জানা গেছে এই টিমের মনিটরিং-এর দায়িত্বে আছেন জেলার খাদ্য সরবরাহ আধিকারিক নিজে ।সম্প্রতি মালদা জেলায় এই টিম আচমকা অভিযান চালায়। মালদাতে মোট ১৫টি ব্লকে ৭০১টি রেশন দোকান আছে। আর এই রেশন দোকানে কি রকম মানের সামগ্রী বিক্রি করা হয় তা পরিদর্শনের জন্যই আচমকা অভিযান চালায় এই টিম। প্রকাশ্যে আসে রেশন দোকানের দুর্নীতি। মালদা জেলা খাদ্য দফতর সূত্রের খবর, এদিন মোট ১৮ জন রেশন ডিলারকে নিম্নমানের রেশন সামগ্রী বিক্রির অভিযোগে এক সপ্তাহের জন্য শোকজের নোটিস পাঠানো হয়। শোকজের জবাব এলে শুনানির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!