এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরভোটের মধ্যেই বড়োসড়ো ভাঙন বিজেপিতে ! ঘরওয়াপসি হলেন হেভিওয়েট নেতারা !

পুরভোটের মধ্যেই বড়োসড়ো ভাঙন বিজেপিতে ! ঘরওয়াপসি হলেন হেভিওয়েট নেতারা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পুরভোটের মধ্যেই ফের বিজেপিতে ভাঙন ধরল, এবার তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং-এর তিন ঘনিষ্ঠরা । পৌরভোটে বিজেপির টিকিট পেয়েও গতকাল শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অর্জুন সিং এর এই তিন ঘনিষ্ঠ আত্মীয়রা । আজ টিটাগরের তৃণমূলের জেলা পার্টি অফিসে এসে যোগ দিলেন অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং, ভগ্নিপতি সুনীল সিং ও তার ছেলে আদিত্য সিং ।

সুনীল সিং ছিলেন নোয়াপাড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং এবারের বিধানসভা ভোটে তিনি ছিলেন নোয়াপাড়া বিজেপির প্রার্থী । আর এদিকে অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন প্রধান , অপরাধীকে সুনীল সিং এর ছেলে আদিত্য সিং ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা ।গতকালের ‘সিং’ পরিবারের এই তিন হেভিওয়েট বিজেপি নেতা  প্রার্থীপদ থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পরে আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ।

প্রসঙ্গ উল্লেখ্য যে 2019 এ লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই অর্জুন সিং ,আর তারই দেখানো পথে মাত্র দেড় মাসের মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং ও তার ছেলে আদিত্য সিং সেইসঙ্গে তাদের সহযাত্রী হয়েছিলেন  সৌরভ সিংহ ।  তবে এই তিনজন আবার পুরনো দল তৃণমূল কংগ্রেসের ফিরেলেন ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!