এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাম থেকে রামে গিয়েও শেষরক্ষা হলনা, প্রার্থী টিকিট পেয়েও ব্যাপক ক্ষোভের মুখে এই নেতা

বাম থেকে রামে গিয়েও শেষরক্ষা হলনা, প্রার্থী টিকিট পেয়েও ব্যাপক ক্ষোভের মুখে এই নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বামেদের শিবিরেও ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির। শিলিগুড়ির অন্যতম বামনেতা শংকর ঘোষ কিছুদিন আগেই বাম শিবির ছেড়ে রামের দলের নাম লিখিয়েছিলেন। প্রসঙ্গত, এই শংকর ঘোষ শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের অন্যতম ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। দীর্ঘদিনের বামনেতা শংকর ঘোষ সম্প্রতি লম্বা-চওড়া ইস্তফাপত্র দিয়ে দল ছেড়েছিলেন। কৈলাস বিজয়বর্গীয় হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন।

যথারীতি প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম রাখা হয়েছে বাম থেকে আসা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শংকর ঘোষের। আর মুহুর্তের মধ্যে এই নিয়ে শিলিগুড়ির বিজেপি কর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে সেখানে বিজেপি কর্মীরা একরাশ ক্ষোভ উগরে দিলেন বলে জানা গিয়েছে। বিজেপি কর্মীদের বক্তব্য, এতদিন পর্যন্ত সিপিএম করতো শংকর ঘোষ। সেখানে টিকিট না পেয়ে বিজেপিতে এসেছেন। এ প্রসঙ্গে শংকর ঘোষকে অভিহিত করা হয়েছে লোভী বলে। বলা হচ্ছে, রং বদলে টিকিটের লোভে বিজেপিতে এসেছিল শংকর ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনে জয়লাভ করলে পুনরায় শংকর ঘোষ আবার বাম শিবিরে চলে যাবে। শুধুমাত্র শঙ্কর ঘোষই নয়, দার্জিলিং জেলার শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়ালের বিরুদ্ধেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। বিজেপির নেতারা অভিযোগ করেছে, শিলিগুড়ির দলীয় কার্যালয়ের জন্য দিল্লি থেকে টাকা নিয়ে এসেছেন প্রবীণ আগরওয়াল। কিন্তু সেই টাকা নয়ছয় করা চলছে। প্রাক্তন শিলিগুড়ির বিজেপি সভাপতি নিপেন দাস জানিয়ে দিয়েছেন, শঙ্কর ঘোষকে তাঁরা কোনোভাবেই সমর্থন করছেন না।

একই সাথে সাংবাদিক বৈঠকে তাঁরা জানিয়েছেন, বর্তমান শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়ালের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে আদালতে মামলা করা হবে। স্বাভাবিকভাবে বিজেপি নেতার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ চূড়ান্ত অস্বস্তির সৃষ্টি করেছে গেরুয়া শিবিরে। একই সাথে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, তা ক্রমশ চিন্তার ভাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে বিজেপি নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!