এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বোমা বিস্ফোরণে আহত হয়ে ভর্তি হাসপাতালে, মানুষের পাশে থেকে মনোনয়নপত্র দাখিলের বার্তা হেভিওয়েট মন্ত্রীর!

বোমা বিস্ফোরণে আহত হয়ে ভর্তি হাসপাতালে, মানুষের পাশে থেকে মনোনয়নপত্র দাখিলের বার্তা হেভিওয়েট মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বেশ কিছুদিন আগেই নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণ কাণ্ডে গুরুতর আক্রান্ত হন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। আর তারপর থেকেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। বর্তমানে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন জাকির সাহেব। কিন্তু তাকে এবারও তৃণমূল কংগ্রেস জঙ্গিপুরের প্রার্থী করেছে।

স্বাভাবিক ভাবেই অন্যান্য প্রার্থীরা যখন প্রচারে নেমে পড়েছেন, তখন জাকিরবাবু হাসপাতালে চিকিৎসার কারণে এখনও পর্যন্ত সেভাবে প্রচারে নামতে পারেননি। তবে প্রচারে না নামলেও খুব তাড়াতাড়ি যে তিনি মানুষের পাশে থেকে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন এবং মনোনয়নপত্র দাখিল করবেন, সেই ব্যাপারে হাসপাতালের বেডে থেকেই ভিডিও বার্তা দিলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন।

সূত্রের খবর, এদিন হাসপাতালের বেডে শুয়ে নিজের নির্বাচনী কেন্দ্রের মানুষ এবং নিজের অনুগামীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন জাকির হোসেন। যেখানে তিনি বলেন, “আপনারা কেউ ঘাবড়াবেন না। আমি আপনাদের পাশে আছি। খুব তাড়াতাড়ি ফিরব। মনোনয়নপত্র দাখিল করব।” পাশাপাশি হাসপাতালের বেড থেকেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, নির্মল মাজি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় জাকির হোসেনকে। শুধু তাই নয়, এবার যাতে রাজ্যের ক্ষমতায় আবার তৃণমূল কংগ্রেসকে আনা যায়, তার জন্য সাধারণ মানুষের কাছে এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আবেদন করেন তিনি।

জাকির হোসেন বলেন, “আমার দাদা ফিরহাদ হাকিম বারবার খোঁজ নিয়েছেন। নির্মল মাঝি বারবার খোঁজ নিয়েছেন। তাদের কাছে কৃতজ্ঞ। ডাক্তারদের এত ভালো ব্যবহার, নার্সদের এত ভালো ব্যবহার, এটা অকল্পনীয়। তারা আমাকে খুব ভালোভাবে দেখেছে। মুখ্যমন্ত্রী সবটাই করছেন। এটাকে কৃতজ্ঞতা বলব না। তিনি বাংলার মা, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ হাসপাতালের বেডে শুয়ে থাকলেও আক্রান্ত অবস্থায় নিজের নির্বাচনী কেন্দ্রের মানুষ সহ গোটা বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের সমর্থন করার আবেদন করলেন জাকির হোসেন। পাশাপাশি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আবার সক্রিয় রাজনীতিতে ফিরে তার নির্বাচনী প্রচারের কাজ এবং মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 17 ই ফেব্রুয়ারি নিমতিতা স্টেশন বিস্ফোরণে গুরুতর আক্রান্ত হন এই জাকির হোসেন। মূলত সেদিন রাতে কলকাতায় দলীয় কর্মসূচির কারণে ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। আর সেই সময়ে দুই নম্বর প্লাটফর্মে হামলার মুখে পড়তে হয় তাকে। যেখানে তার শরীরের একাধিক জায়গায় আঘাত হয়। আর এরপরই তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তবে এবার প্রার্থী করা হলেও তিনি যেভাবে এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, তাতে তিনি সক্রিয়ভাবে কতটা প্রচারে অংশগ্রহণ করতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নানা মহলে। আর এই পরিস্থিতিতে ভিডিও বার্তা দিয়ে সকলকে আশ্বস্ত করার চেষ্টা করলেন জাকির হোসেন। সব মিলিয়ে কবে সুস্থ হয়ে আবার প্রার্থী হিসেবে নিজের প্রচার শুরু করেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!