এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রণাঙ্গন যখন মালদহ! সরাসরি সম্মুখসমরে নামছেন মমতা ব্যানার্জি, অমিত শাহ, জেপি নাড্ডা!

রণাঙ্গন যখন মালদহ! সরাসরি সম্মুখসমরে নামছেন মমতা ব্যানার্জি, অমিত শাহ, জেপি নাড্ডা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে মূলত তৃণমূল যেখানে সভা করছে, তার পাল্টা সভা করছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিজেপি যেখানে সভা করছে, তার পাল্টা সেই জায়গাকে নিজেদের সভাস্থল হিসেবে বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই সভা পাল্টা সভাকে কেন্দ্র করে এখন রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু এবার সভা করার দিক থেকে কি সম্মুখ সমরে নেমে গেল তৃণমূল এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব?

সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসেই মালদহে একদিকে যেমন আসতে পারেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই এখানে সভা করতে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর যদি এই খবর বাস্তব হয় তাহলে আগামী দিন মালদহ জেলা যে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম দিকেই মালদহ জেলা আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শেষ সপ্তাহে মালদহে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে নির্বাচন ঘোষণা হলেই মালদহ দিয়ে নিজের প্রচার শুরু করতে পারেন উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনেকে বলছেন, উত্তরবঙ্গের মধ্যমণি হচ্ছে এই মালদহ জেলা। গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি অভূতপূর্ব ফলাফল করে। আর তারপর থেকেই উত্তরবঙ্গ দখল করতে রীতিমত নানা ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করে তারা। সামনে ফাইনাল ম্যাচ 2021 এর বিধানসভা।

তাই তার আগে রীতিমত জমকালো এবং হেভিওয়েট ব্যক্তিদের নিয়ে এসে তৃণমূলের ঘুম উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূলে যেহেতু শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মালদহ জেলায় এনে আগামী মাস থেকেই উত্তরবঙ্গে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কবে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারীতে মালদহ জেলায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনের মধ্যে তার সফরসূচির বিষয়ে একটি নির্দিষ্ট রূপরেখা পাওয়া যাবে। সেজন্য আমরা কলকাতায় যোগাযোগ করছি।” অন্যদিকে এই ব্যাপারে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “আমাদের ধারণা 7 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন মালদায় আসতে পারেন দিদি। বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন শেষ হলেই তার মালদহ সফরের কর্মসূচি চূড়ান্ত হয়ে যাবে। তিনি একটি রালি করবেন। এছাড়াও তার জনসভা হবে।”

এদিকে অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সফরের ব্যাপারে রীতিমতো উজ্জীবিত ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ্রচন্দ্র মন্ডল বলেন, “ফেব্রুয়ারি মাসে বিজেপি নেতা মালদহে আসবেন ছয় কিংবা সাতই ফেব্রুয়ারি কৃষক সুরক্ষা কর্মসূচির সমাপ্ত অনুষ্ঠানে দলের সভাপতি মালদহ থেকে অংশ নেবেন। ওইদিন দলের বুথ এবং পাড়াস্তরের কর্মীদের পাশাপাশি হাজারখানেক কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। এছাড়াও তিনি উত্তর এবং দক্ষিণ মালদহে একটি করে সভায় তিনি বক্তব্য রাখবেন।”

এদিকে আগামী 5 জানুয়ারি বিজেপির উত্তরবঙ্গ জোনের প্রস্তাবিত রথযাত্রা শুরু হচ্ছে। আর সেই রথযাত্রা আগামী 27 ফেব্রুয়ারি মালদহ জেলায় এসে পৌঁছাবে। আর এদিন সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। স্বাভাবিকভাবেই আগামী ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়। একদিকে তৃণমূলের হেভিওয়েট শীর্ষ নেত্রী এবং অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সরকারের হাইপ্রোফাইল নেতাদের আগমনে আগামী দিন মালদহ জেলায় যে রাজনৈতিক উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!