এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে তীব্র দ্বন্দ্ব! যুব সভাপতি নিয়েও সিদ্ধান্ত নিতে পারছে না দল? নতুন পদক্ষেপে জল্পনা

বিজেপিতে তীব্র দ্বন্দ্ব! যুব সভাপতি নিয়েও সিদ্ধান্ত নিতে পারছে না দল? নতুন পদক্ষেপে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল যখন নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধির কাজে মন দিয়েছ সেই পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিবিরে ক্রমাগত মোন্তানটোৰ, মতভেদ, অন্তর্দ্বন্দ্ব প্রকাশ হয়ে পড়ছে। সম্প্রতি বিজেপির যুব সংগঠন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ নিয়ে ফের ব্যাপক মতান্তর ঘটতে দেখা গেল বিজেপি শিবিরে। একাণেই জেলা যুব সভাপতিদের নামের তালিকা প্রকাশ করেও তা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে হলো রাজ্য বিজেপিকে। বিভিন্ন জেলার যুব সভাপতির নাম দিয়ে বিজেপি দলের মধ্যে প্রচণ্ড মতভেদের কারণেই সিদ্ধান্ত বদল করতে হয়েছে বিজেপির রাজ্য সভাপতিকে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের মোট ২৯ টি জেলার বিজেপির যুব মোর্চার জেলা সভাপতিদের নাম ঘোষণা করে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু গতকাল শনিবার যুব মোর্চা সভাপতি দের নামের তালিকা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হলো রাজ্য বিজেপির পক্ষ থেকে।বিজেপি সূত্রের খবর, গত শুক্রবার বিজেপির যুব মোর্চার জেলা সভাপতিদের নাম প্রকাশ করবার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছিল বিজেপির বিভিন্ন সদস্যের মধ্যে। শেষ পর্যন্ত নিজেদের দলের অভ্যন্তরীণ অসন্তোষকে প্রশমন করতেই তালিকা বদলের সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব। এমনটাই বিভিন্ন রাজনৌতিক বিশেষজ্ঞদের অভিমত।

তবে এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, শুক্রবারের প্রকাশিত এই তালিকা কোন চূড়ান্ত তালিকা ছিল না, এই তালিকা বিজেপির অফিশিয়াল তালিকাও ছিল না। বিজেপি দলের অনুযায়ী প্রথমে বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটি গঠন করা হবে, তারপর প্রতিটি জেলা বিজেপির জেলা সভাপতিরা জেলার যুব সভাপতির নাম প্রস্তাব করে শীর্ষ নেতৃত্বের কাছে দেবেন। তারপর সেখান থেকে যুব সভাপতি মনোনয়ন করবেন শীর্ষ নেতৃত্ব । অন্যদিকে বেশ কিছু নাম নিয়ে মতভেদ থাকার কারণে বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটিও এখনো পর্যন্ত ঘোষণা করা সম্ভব হয়ে ওঠেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

অন্যদিকে গতকাল শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে বারাসাতের সাংগঠনিক সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে বনগাঁর সংসদ শান্তনু ঠাকুরের কাছে একটি স্মারকলিপি পাঠালেন স্থানীয় বিজেপি সদস্যেরা। তাদের অভিযোগ সাংগঠনিক সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের গোপন যোগসাজশ রয়েছে। গতকাল এই দাবিতে সংসদ বনগাঁর শান্তনু ঠাকুরের বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ দেখলেন বেশ কিছু বিজেপি সদস্য।

বিক্ষোভরত বিজেপি সদস্যদের সঙ্গে দেখা করে তাদের কাছ থেকে তাদের অভিযোগের ব্যাপারে সম্পূর্ণভাবে অবগত হলেন সাংসদ শান্তনু ঠাকুর। সাংগঠনিক সভাপতি শংকর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” বিজেপির সাংগঠনিক কাজে কিছুটা অশান্তি আছে। কর্মীরা তাঁদের ক্ষোভের কথা আমার কাছে লিখিত আকারে জমা দিয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব। ”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!