প্রাক্তন রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে আবার নতুন করে মুকুল রায়কে পার্থ চট্টোপাধ্যায় বিঁধলেন রাজ্য December 12, 2017 “এসব গ্যাসের বেলুন। গ্যাস জোগাতেন মমতা ব্যানার্জি। রসদ দিতেন। তাই বেলুনটা বড় হয়েছিল। যখন রসদ ফুরিয়ে যাবে তখন পাশের রাস্তার লোকও চিনতে পারবে না।” “প্রণব মুখোপাধ্যায়ের মতো লোক কিছু করতে পারলেন না, আর কাঁচরাপাড়ার কাঁচরাবাবু, চাটনিদাদু সব বলে দেবেন ? এসব ভুল ধারণা। দল আগে। তারপর সব। যাঁরা দলের কথা ভাবেননি, তাঁরা দলেও থাকেননি। নিজের ছেলেই যোগাযোগ রাখছেন না। বলছেন লক্ষ্মণের মতো থাকবেন। দুটো ঘর আলাদা। আগের নিজের ঘর ঠিক করুন।” আপনার মতামত জানান -