এখন পড়ছেন
হোম > জাতীয় > উন্নয়ন হয় নি অভিযোগে মোদীর ছবিতে গোবর, জুতোর বারি গুজরাটে

উন্নয়ন হয় নি অভিযোগে মোদীর ছবিতে গোবর, জুতোর বারি গুজরাটে


গুজরাটে বিধানসভা ভোট চলছে, হয়ে গেছে প্রথম দফার ভোটগ্রহণ বাকি শুধুমাত্র দ্বিতীয়দফার ভোটগ্রহণ। এর মাঝেই বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে কেউ বা করা গোবর মাখিয়ে দিয়েছে। কোথাও দেখা যাচ্ছে এক নিম্নবর্গের মহিলা পায়ের থেকে জুতো খুলে প্রধানমন্ত্রীর ছবিতে তা মারছেন এবং স্থানীয় ভাষায় নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন। কোথাও আবার ফেসবুক লাইভ করে দেখানো হচ্ছে রাস্তাঘাটের সঙ্গিন অবস্থা এবং প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে এই বলে যে, এই এলাকার মানুষও আপনার ‘বিকাশের’ স্বপ্নে সমর্থন জানিয়ে আপনাকে ভোট দিয়েছিল, তারপরেও কেন এই দুর্দশা? আপনি তার জবাব দিন। যদিও এই ভিডিও বা ছবির সময়কাল সম্পর্কে কোনো সম্যক ধারণা পাওয়া যায় নি। প্রিয়বন্ধু বাংলার তরফেও এই সমস্ত ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই ভাইরাল হয়ে যাওয়া ছবি বা ভিডিওর পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!