এখন পড়ছেন
হোম > জাতীয় > মরার উপর খাঁড়ার ঘা! দাম বাড়িয়েও শান্তি নেই! ভোডাফোন এবার চাপাতে চলেছে অতিরিক্ত চার্জ!

মরার উপর খাঁড়ার ঘা! দাম বাড়িয়েও শান্তি নেই! ভোডাফোন এবার চাপাতে চলেছে অতিরিক্ত চার্জ!


লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারে চার্জ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি মাথায় হাত পড়ে ছিল দেশের টেলিকম সংস্থাগুলির। ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে বাজারে গুজব রটেছিল ভোডাফোন তাদের ব্যবসা গুটিয়ে নিতে চলেছে। যদিও সেই পরিস্থিতি আসেনি। কিন্তু ক্ষতির মুখ থেকে ঘুরে দাঁড়াতে ভারতের প্রতিটি টেলিকম সংস্থাই মোবাইল পরিষেবার খরচ বাড়িয়েছে। গত 3 ডিসেম্বর থেকে ভোডাফোন এবং এয়ারটেল তাদের গ্রাহক পরিষেবা খরচ বাড়িয়েছে শুধু তাই নয় এবার থেকে ভোডাফোন থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে গুনতে হবে এক্সট্রা খরচা।

ক্ষতির হাত থেকে ঘুরে দাঁড়ানোর জন্য মোবাইল নেটওয়ার্ক গুলি খরচ বাড়ানোর দিকে মন দিয়েছে। তবে এবার গ্রাহক পরিষেবা খরচ বাড়ানোর সাথে সাথে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বসাতে চলেছে ভোডাফোন। এতে গ্রাহকদের প্রতি মিনিট কথা বলার সাথে সাথে ৬ পয়সা করে ভোডাফোন কে দিতে হবে। এই আই ইউ সি চার্জ প্রথম জিও প্রয়োগ করেছিল আর এবার সেই একই পথ অবলম্বন করল ভোডাফোন ভোডাফোন আই ইউ সি প্রয়োগ করার সাথে সাথেই নতুন প্ল্যান বাজারে নিয়ে এসেছে।

আপাতত ভোডাফোন 84 দিনের জন্য 699 টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে যা আগের প্ল্যানের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে। যদিও বর্তমানে এই প্ল্যান পশ্চিমবঙ্গের নয়, কর্নাটকের জন্য আনা হয়েছে । এই প্ল্যানে 3000 মিনিটের সময় সীমাকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করা হয়েছে তবে 699 টাকা দিয়ে রিচার্জ করলেই ভোডাফোন নম্বরের আইডিয়া নম্বর এ লাইন ফ্রি হয়ে যাবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে ইন্টারকানেট চার্জ নেওয়ার ব্যাপারে জিও প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু তাদের দাবি ট্রাই এর তরফ থেকে মেনে নেওয়া হয়নি। এবং সেই সূত্রে গ্রাহকদের পরিষেবার খরচ বাড়তে থাকে। এবার ভোডাফোন এই একই সিদ্ধান্ত নিল। দেখা যাচ্ছে 699 টাকার প্লানে ভোডাফোন ক্রেতারা 2 জিবি ডাটা পাবেন প্রত্যেকদিন। এছাড়াও একশটি করে মেসেজ এর সাথে আনলিমিটেড ফোনের সুবিধা এবং অন্য নেটওয়ার্কে 12000 মিনিটে আনলিমিটেড সুবিধা পাওয়া যাবে তবে প্ল্যানের দাম 699 টাকার থেকে বেড়ে হয়েছে 2399 টাকা।

টেলিকম কোম্পানীগুলির ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে টেলিকম সেক্টরে সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে, গ্রাহক কুলও স্বস্তিতে নেই। রীতিমত আশঙ্কায় দিন গুণছে। অন্যদিকে টেলিকম বিশেষজ্ঞদের একাংশের দাবি, যে বিপুল করের বোঝা দেশের প্রতিটি টেলিকম সংস্থার ঘাড়ে চেপেছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে অতিরিক্ত চার্জ না বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ ছিল না। আপাতত ভোডাফোন আইডিয়া টেলিকম কোম্পানি প্রবলভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ওপর যে বিপুল করের বোঝা চেপেছে তা থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায় আর তাই ভোডাফোন আইডিয়া টেলিকম কোম্পানি কিভাবে এই আর্থিক বোঝা ঘাড়ে নিয়ে ঘুরে দাঁড়ায়, সে দিকে নজর রাখছে দেশের তাবড় টেলিকম বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!