এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ ফের আদালতে তোলা হবে জ্যোতিপ্রিয়কে! জামিন পাবেন না, মন্ত্রীর চিন্তা বাড়ালেন দিলীপ!

আজ ফের আদালতে তোলা হবে জ্যোতিপ্রিয়কে! জামিন পাবেন না, মন্ত্রীর চিন্তা বাড়ালেন দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আর গ্রেপ্তার করার পরেই আদালতের কাছে গিয়ে কেন্দ্রীয় সংস্থা ইডি তাদের হেফাজতে নেওয়ার কথা জানিয়ে দিয়েছিল। সেই মত আদালত কেন্দ্রীয় সংস্থার পক্ষেই রায় দেয়। তবে এতদিন জেরা করার পর আবার আজ সেই জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলা হচ্ছে। মন্ত্রীর ঘনিষ্ঠরা আশা করছেন যে, আজ হয়ত তিনি জামিন পাবেন। কিন্তু গোটা বিষয়টি যে এত সহজ নয়, তা অনেকেই জানেন। আর এই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলা নিয়ে যখন চর্চা চলছে, কি হবে আজ, তা নিয়ে যখন প্রশ্ন তৈরি হয়েছে, তখনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আদালত আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে, নাকি বিপক্ষে রায় দেবে, তা তো সময় বলবে। কিন্তু দিলীপ ঘোষ আগেভাগেই যা বলে দিলেন, তাতে নিঃসন্দেহে চিন্তা বাড়ছে মন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের মধ্যে।

প্রসঙ্গত, আজ জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। আর সেখানেই তাকে আবার হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি‌। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী হয়ত আশায় রয়েছেন যে, তার আজ জামিন হয়ে যাবে। হয়ত তার আইনজীবী বিভিন্ন যুক্তি আদালতের সামনে আনবেন। আর এটাই স্বাভাবিক। কিন্তু তার আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ এক অন্য কথা বললেন। এদিন তিনি বলেন, “কেউ জামিন পাবেন না। আগে তার সাজা হবে, শাস্তি হবে। কারা কারা দোষ করেছেন, তার তথ্য উদ্ধার হবে। তারপরেই সবকিছু হবে। তার আগে কেউ জামিন পাবেন না। কেউ মুক্ত হতে পারবেন না।” একাংশ বলছেন, অতীতের ট্র্যাডিশন তাই বলছে যে, চট করে এক দফাতেই কেউ জামিন পেয়ে যান না। অভিজ্ঞতা অবশ্য তেমনটাই বলছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও এই প্রবণতাই লক্ষ্য করা গিয়েছে। ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন যে অত সহজেই হবে না, তাতে নিশ্চিত বিরোধীরাও। আর সেই কথাই দিলীপ ঘোষ বলার চেষ্টা করেছেন বলেই মত একাংশের।

বিরোধীদের দাবি, এত সহজেই যদি জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে যান, তাহলে তাকে গ্রেফতার করে কি লাভ হলো? অত সহজ নয়, আদালতের কাছে নিজেকে নির্দেশ প্রমাণ করা। তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য রয়েছে। তাই জ্যোতিপ্রিয় বাবু যদি ভেবে নেন যে, আজ তিনি জামিন পেয়ে যাবেন এবং মুক্ত হয়ে যাবেন, তাহলে তিনি ভুল করছেন‌। আদালত কি রায় দেবে, তা তো সময় বলবে। তবে এই দুর্নীতির সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। তাই জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে ধীরে ধীরে সেই আসল মাথাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, জ্যোতিপ্রিয় মল্লিক এবং দিলীপ ঘোষ কারওর কথা মতই চলবে না আদালত। আদালত নিজস্ব পর্যবেক্ষণ গোটা বিষয়টি দুই পক্ষের আইনজীবীর কাছ থেকে শুনেই তাদের রায় দেবে। তবে অতীতের গতিপ্রকৃতি দেখে এটা বলাই যায় যে, এত সহজে কোনো হেভিওয়েটকে জামিন দেয় না আদালত। তবে আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে ইডি তাদের হেফাজতে নেওয়ার আবেদন করবে ঠিকই। তবে শেষ পর্যন্ত আদালত কি রায় দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!