এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ফিরতেই পেলেন বড়সড় উপহার, কিন্তু প্রশ্ন উঠছে তাঁর বিরুদ্ধে থাকা মামলা নিয়ে

তৃণমূলের ফিরতেই পেলেন বড়সড় উপহার, কিন্তু প্রশ্ন উঠছে তাঁর বিরুদ্ধে থাকা মামলা নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরে বড়সড় ভাঙ্গন ঘটিয়ে গতকাল তৃণমূলে প্রত্যাবর্তন করলেন বাংলার রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়। গতকাল তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তিনি তৃণমূলে। সেইসঙ্গে তৃণমূলে ফিরে এলেন তাঁর পুত্র শুভাংশু রায়। তৃণমূলে ফিরতেই তাঁর নিরাপত্তার দায়িত্ব নিল রাজ্য পুলিশ। কেন্দ্রের নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তিনি। গতকাল রাতেই তাঁর নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ। এখন প্রশ্ন উঠেছে, তাঁর বিরুদ্ধে করা মামলা গুলির ভবিষ্যৎ নিয়ে। সারোদা, নারদ মামলায় যেমন জড়িত রয়েছেন তিনি, তেমনি তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রাজ্য সরকারের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের করা মামলাগুলির হাত থেকে তিনি হয়তো রেহাই পেতে পারেন। কিন্তু সিবিআইয়ের মামলাগুলির হাত থেকে রেহাই মিলবে কি? সারদা, নারদ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে আছে মুকুল রায়ের। বেশ কয়েকবার তাঁকে সারদা মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে, এখনো পর্যন্ত তদন্তে অসহযোগিতার অভিযোগ আসেনি তাঁর বিরুদ্ধে। আবার মুকুল রায় নিজেই জানিয়েছেন যে, নারদ মামলায় সরাসরি তাঁকে টাকা নিতে দেখা যায়নি। কিন্তু জানা যাচ্ছে, গোয়েন্দাদের হাতে তাঁর বিরুদ্ধে বহু তথ্য, প্রমাণ এখনো পর্যন্ত রয়েছে। তাই সারদা, নারদ মামলায় তাঁর বিপাকে পরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এর সঙ্গেই তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা ৪৪ টি মামলা রয়েছে।

রাজ্য সরকারের দায়ের করা মামলাগুলোর মধ্যে বিশেষ আলোচিত একটি মামলা হল তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের মামলা। যেখানে সরাসরি মুকুল রায়ের নামে এফআইআর করা হয়েছিল। আবার, রেলে চাকরি দেবার নাম করে টাকা নেওয়া, এ ছাড়াও একাধিকবার চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার মতো প্রতারণার অভিযোগ রয়েছে মুকুল রায়ের বিরুদ্ধে। এখন এই মামলাগুলি থেকে তিনি রেহাই পান কিনা? সেটাই দেখার। তবে, রাজ্য সরকারের মামলা থেকে তাঁর রেহাই পাবার সম্ভাবনা থাকলেও, নারদ, সারদা মামলা নিয়ে তাঁর বিপাকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!