এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ঘরের ছেলেরা ফিরছে ঘরে, মন্ত্রীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, খুশির হাওয়া শাসক শিবিরে

ঘরের ছেলেরা ফিরছে ঘরে, মন্ত্রীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, খুশির হাওয়া শাসক শিবিরে


লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করার পরই দিকে দিকে শাসক দলের সংগঠনে ভাঙ্গন ধরতে শুরু করে। তৃণমূল ছেড়ে প্রচুর নেতা, কর্মী এমনকি বিধায়করাও বিজেপিতে নাম লেখান। কিন্তু এবার যেন পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করল। তাদের ছেড়ে চলে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকরা ফের তৃণমূলে ফিরে আসতে শুরু করল বলে দাবি শাসক দলের।

সূত্রের খবর, রবিবার বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূলের কার্যালয়ে প্রায় 38 টি পরিবারের 140 জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। আর এই ঘটনার পরই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বস্তুত, এই বাঁকুড়া জেলার বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রেই বিজেপি জয় লাভ করেছে। আর তারপর থেকেই এখানকার প্রচুর তৃনমূলের কর্মী-সমর্থকরা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে শুরু করেন। আর যার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে শাসক দল। কিন্তু এবার বিজেপিতে যাওয়া সেই সমস্ত কর্মীসমর্থকরা ফের তৃণমূলে ফিরে আসায় নতুন করে আলো দেখতে শুরু করেছে ঘাসফুল শিবির বলে মত বিশেষজ্ঞদের।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলে আসা কর্মী সমর্থকদের স্বাগত জানিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাতরা বলেন, “আমাদের দলের কিছু নেতাকর্মী বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞ অংশ নিতে তারা ফের তৃণমূলে যোগ দিলেন। আসলে বিজেপি এলাকাকে যেভাবে অশান্ত করার চেষ্টায় নেমেছে, সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মানুষ আবার তৃণমূলে ফিরে আসছেন।”

কিন্তু প্রথমে তৃণমূল, তারপর বিজেপি, তারপর ফের তৃণমূলে তারা কেন ফিরে আসলেন! কেন বারবার তাদের এই অবস্থান বদল হচ্ছে! এদিন এই প্রসঙ্গে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের বক্তব্য, তারা বিপথে পরিচালিত হয়েছিলেন। যে প্রতিশ্রুতি দিয়ে তাদের বিজেপিকে নিয়ে যাওয়া হয়েছিল, তার কোনো কাজ হয়নি। তাই এলাকার উন্নয়ন করতে তারা তৃণমূলেই থাকতে চান। সব মিলিয়ে এবার বিজেপিতে গিয়েও ফের তৃণমূলে ফিরে আসলেন তৃণমূলের পুরনো সৈনিকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!